এর মূল উদ্দেশ্য হল বাজেট ফোনে VoLTE ক্যাপেবেলিটি সুবিধা দেওয়া ৷ গ্রাহকরা বিনামূল্যে এই ফোনে ভয়েস কল করতে পারবেন ৷ এছাড়াও মোবাইলফোনটিতে জিও টিভি, মাই জিও, জিও মিউজ়িক এবং জিও সিনেমার আলাদা আলাদা পরিষেবার ব্যবস্থা থাকবে। রিপোর্টে আরও দাবি, ক্যামেরার সুবিধাও নাকি থাকবে ফোনটিতে।
এই ফোনটির উৎপাদন নিয়ে ইতিমধ্যেই চিনের একটি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে রিল্যায়েন্সের ৷
advertisement
সাধারণত ফিচার ফোনে ২জি ও ৩জি পরিষেবা পাওয়া যায় ৷ সম্প্রতি লাভা ৪জি ফিচার ফোন লঞ্চ করেছে যার মূল্য ৩,৩৩৩ টাকা ৷ এত সস্তায় ৪জি ফিচার ফোন নিয়ে এসে এবার মোবাইল বাজারেও রাজ করতে চাইছে রিল্যায়েন্স ৷
সূ্ত্রের খবর, সমস্ত মানুষকে ৪জি নেটওয়ার্কের আওতাভুক্ত করতে এই পদক্ষেপ নিয়েছে রিল্যায়েন্স ৷ সাধারণত স্মার্টফোন ছাড়া ৪জি ব্যবহার করা যায় না ৷ তাই ফিচার ফোনে ৪জি ব্যবহার করার সুবিধা নিয়ে এল আরও বহু সংখ্যক মানুষ এই পরিষেবার সুবিধা নিতে পারবেন ৷