এর পাশাপাশি ফোনটিতে রয়েছে টর্চ এবং রেডিও এফএম-র সুবিধা। সেইসঙ্গে থাকছে 0.3MP ক্যামেরা, স্টোরেজ, হেডফোনের জ্যাক। রিলায়েন্স জিওর লক্ষ্য, ডিজিটাল ভিত্তিক বিভাজন দূর করা এবং ডিজিটালভাবে সংযুক্ত ভারত তৈরি করা। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই মোবাইলটির বিটা ট্রায়াল আগামী ৭ জুলাই থেকে শুরু হবে। Jio Bharat ডিভাইসটির দাম রাখা হয়েছে ৯৯৯ টাকা।
advertisement
এই ফোনটি ১২৩ টাকার একটি রিচার্জ প্ল্যানের সঙ্গে নিয়ে আসা হয়েছিল। এই প্ল্যানে গ্রাহকরা ১৪ জিবি ডেটা পাবেন। এর মেয়াদ ২৮ দিনের। এই প্ল্যানে বার্ষিক ১,২৩৪ টাকা খরচ হবে। এতে মিলবে ১৬৮ জিবি ডেটা। মোবাইলটির ব্যাটারি ক্ষমতা 1000mAh।
আরও পড়ুন, JIO BHARAT: ২জি মুক্ত দেশ! সকলের জন্য ইন্টারনেট, রিলায়েন্স আনল ‘জিও ভারত’
আরও পড়ুন, থাকছে UPI পেমেন্টের সুবিধা! ৯৯৯ টাকার JIO BHARAT ফোনে বিরাট চমক
বিষয়টি নিয়ে রিলায়েন্স জিও চেয়ারম্যান আকাশ আম্বানি বলেছেন, “ভারতে এখনও ২৫০ মিলিয়ন মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছেন। কিন্তু এরা এখনও 2G যুগে আটকে রয়েছেন। কিন্তু এখন গোটা বিশ্বই প্রায় ইন্টারনেটের ফিচারগুলির সঙ্গে 5G বিপ্লবের শীর্ষে দাঁড়িয়েছে। ছয় বছর আগে, যখন Jio লঞ্চ করা হয়েছিল, আমরা স্পষ্ট করে দিয়েছি যে Jio ইন্টারনেট প্রযুক্তির সুবিধার মাধ্যমে প্রত্যেক ভারতীয়ের কাছে পৌঁছে দেওয়া হবে। নতুন Jio Bharat ফোন সেই দিকে আরেকটি পদক্ষেপ।”
DISCLAIMER: Network18 and TV18 – the companies that operate news18.com – are controlled by Independent Media Trust, of which Reliance Industries is the sole beneficiary.