TRENDING:

মাত্র ১৫০০ টাকায় ৪জি ফিচার ফোন বাজারে আনছে রিল্যায়েন্স জিও

Last Updated:

রিল্যায়েন্স জিও গ্রাহকদের জন্য সুখবর ৷ ৪জি ফিচার ফোন বাজারে আনতে চলেছে রিল্যায়েন্স জিও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রিল্যায়েন্স জিও গ্রাহকদের জন্য সুখবর ৷ ৪জি ফিচার ফোন বাজারে আনতে চলেছে রিল্যায়েন্স জিও ৷ ফ্রি ডেটা, ভয়েস কল, রোমিং অফার নিয়ে এসে বাজারে শোরগোল ফেলে দিয়েছিল রিল্যায়েন্স জিও ৷ এর জেরে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল বাকি মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলি ৷ জিওকে টেক্কা দিতে একের পর এক তারাও বেশ কিছু আকর্ষণীয় অফার নিয়ে এসেছে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি ৷ তবে কেবল জিও সিম নয় সস্তায় ফোনও লঞ্চ করেছে রিল্যায়েন্স ৷
advertisement

চারিদিকে এখন রিল্যায়েন্স ফিচার ৷ এবার গ্রাহকদের জন্য আরও বড় অফার নিয়ে এল রিল্যায়েন্স ৷ মাত্র ১,৫০০ টাকায় 4G ফিচার ফোন আনতে চলেছে  তারা ৷ সূত্রের খবর, এটাই এখন সারা বিশ্বে সবচেয়ে সস্তার ৪জি ফোন হতে চলেছে ৷ এর দাম হতে চলেছে ১,০০০ থেকে ১,৫০০ টাকার মধ্যে ৷ তবে সংস্থার তরফে এখনও এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি ৷

advertisement

এর মূল উদ্দেশ্য হল বাজেট ফোনে VoLTE ক্যাপেবেলিটি সুবিধা দেওয়া ৷ গ্রাহকরা বিনামূল্যে এই ফোনে ভয়েস কল করতে পারবেন ৷

এখনও ফোনটির নাম ঠিক করা হয়নি ৷ তবে সূত্রের খবর, ‘LYF Easy’ নাম দেওয়া হতে পারে  ৷

জানা গিয়েছে, জিও ওয়েলকম অফার শেষ হয়ে চলেছে ডিসেম্বর ৩১ তারিখ ৷ ২০১৭ জানুয়ারি মাসে এই হ্যান্ডসেটটি লঞ্চ করতে চলেছে রিল্যায়েন্স ৷ গ্রামাঞ্চলের মানুষদের ডেটা ব্যবহার করতে উৎসাহিত করার জন্য এই ফোনটি লঞ্চ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার তরফে ৷

advertisement

এখনও পর্যন্ত ভারতে বিক্রি হওয়া ফোনের মধ্যে ৭০ শতাংশ ফিচার ফোন ৷ ৫০০ টাকা থেকে ৪,০০০ টাকার মধ্যে মিলবে ফিচার ফোন ৷ তবে ৮০ শতাংশ ফিচার ফোনে ভয়েস কল ও ম্যাসেজ পাঠানো ছাড়া আর কিছু করা সম্ভব নয় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

সূ্ত্রের খবর, সমস্ত মানুষকে ৪জি নেটওয়ার্কের আওতাভুক্ত করতে এই পদক্ষেপ নিয়েছে রিল্যায়েন্স ৷ সাধারণত স্মার্টফোন ছাড়া ৪জি ব্যবহার করা যায়নি ৷ তাই ফিচার ফোনে ৪জি ব্যবহার করার সুবিধা নিয়ে এল আরও বহু সংখ্যক মানুষ এই পরিষেবার সুবিধা নিতে পারবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মাত্র ১৫০০ টাকায় ৪জি ফিচার ফোন বাজারে আনছে রিল্যায়েন্স জিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল