সংবাদসূত্রে খবর, নতুন 'VoLTE' ফিচার নিয়ে রিলায়েন্স বাজারে নিয়ে আসতে পারে ১,৫০০ টাকার ফোন। ৷ ওই হ্যান্ডসেটের সঙ্গে মিলবে ফ্রি ফোর-জি ভয়েস কল অফার। এই দামের মধ্যে অন্তত দুটি ফোন বাজারে আনবে জিও, দাবি সূত্রের।
লঞ্চ করার পর থেকেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে ৷ গত কয়েক মাসে ভারতের স্মার্টফোন ব্যবহারকারীদের দুনিয়া বদলে গিয়েছে ৷ জিও-এর ফোর জি ইন্টারনেটের বিঘ্নহীন পরিষেবায় আপ্লুত গ্রাহকরা ৷ ফ্রিতে ভয়েস কল ও ৪জি ডেটার অফার নিয়ে আসার পর থেকেই মানুষের মধ্যে শোরগোল পড়ে গিয়েছিল জিও নিয়ে ৷
advertisement
তবে এই কোনও পরিষেবায় ফিচার ফোনে পাওয়া যাবে না ৷ এখনও ভারতে বেশিরভাগ মানুষ ফিচার ফোন ব্যবহার করে থাকেন ৷ কিন্তু জিও সিম ব্যবহার করতে গেলে স্মার্টফোন থাকা বাধ্যতামূলক ৷ তবে কম দামী ফোর-জি ফিচার ফোন বাজারে চলে এলে যাঁরা স্মার্টফোন ব্যবহার করেন না, তাঁরাও জিও-র ফ্রি ভয়েস কলের অফার পাবেন।