সংস্থার তরফে জানানো হয়েছিল জিও প্রাইম মেম্বরশিপের জন্য মাত্র ৯৯ টাকা দিয়ে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে গ্রাহকদের ৷ এরপর প্রতি মাসে খরচ হবে ৩০৩ টাকা করে ৷ অর্থাৎ দিন প্রতি ১০ টাকা খরচ করলেই ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত জিও-র ভয়েস কল থেকে শুরু করে ইন্টারনেট, মিডিয়া সার্ভিস সব আনলিমিটেড ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷
advertisement
কিন্তু গ্রাহকদের জন্য রয়েছে জিও তরফ থেকে রয়েছে আরও একটি ধামাকেদার অফার ৷ বলা হচ্ছে জিও প্রাইম মেম্বর লাগতে আর লাগবে না ৯৯ টাকা ৷ কী করতে হবে এই অফার পেতে জানেন ?
জিও প্রাইম মেম্বার হলে ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত আপনি পেতে পারেন ফ্রি হ্যাপি নিউ ইয়ার অফারটি।
- ৩১ মার্চের আগে ডাউনলোড করে নিন জিও মানি অ্যাপ ৷
- অ্যাপে রেজিস্টার করুন এবং সিকিউরিটির জন্য বানিয়ে ফেলুন নিজস্ব চার ডিজিটের পিন।
- আগেই সংস্থার তরফে জানানো হয়েছিল জিও মানি ওয়ালেট থেকে রিচার্জ করলে ৫০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবন ৷
- তাই ৯৯ টাকা রিচার্জ করুন ওয়ালেট থেকে ৷ দু’দিনের মধ্যেই পেয়ে যাবেন ৫০ টাকা ৷ রইল বাকি আরও ৫০ টাকা ৷
-চিন্তা নেই সেই টাকা নিয়ে ৷ সেটাও আপনি ফেরত পেয়ে যাবেন ৷ এর জন্য ৩০৩ টাকার রিচার্জ করতে হবে ৷ জিও মানি দিয়েই ৷ তাহলে ৫০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন ৷
-অথার্ৎ ক্যাশব্যাকের মাধ্যমে আপনার ৯৯ টাকা ফিরে এল ৷ হিসেব মতো প্রাইম মেম্বর হয়ে গেলেন একদম বিনামূল্যে ৷
-জিও প্রাইম-এর বিভিন্ন রিচার্জে ক্যাশ ব্যাকের অফার পাওয়া যাবে Paytm-এও।