এবার প্রাইম গ্রাহকদের আরও উন্নতমানের ৪জি পরিষেবা দিতে নিজেদের ট্যারিফ প্ল্যানে বদল আনল রিল্যায়েন্স জিও ৷ নতুন প্ল্যান অনুযায়ী, নন প্রাইম মেম্বররা ১৪৯ টাকার বেশি রিচার্জ প্ল্যানের সুবিধা পাবেন না ৷
সম্প্রতি নিজের ওয়েবসাইটে নতুন ট্যারিফ প্ল্যান প্রকাশ করেছে জিও ৷ পোস্টপেড গ্রাহকরা এই প্ল্যান অনুযায়ী ১৮০ জিবি ৪জি ডেটা পেয়ে যাবেন তিন মাসের জন্য ৷ ৯০ জিবিরও একটি অফার মিলছে ৷ এই সুবিধা পেতে হলে প্রথমে প্রাইম মেম্বর হতে হবে ৷ তবে কেউ যদি আগেই সামার সারপ্রাইজ অফার রিচার্জ করে থাকেন তাহলে তারা আর এই অফার পাবেন না ৷
advertisement
৩০৯ টাকার রিচার্জে প্রথম তিন মাসে গ্রাহকরা পাবেন ৯০ জিবি ডেটা ৷ অথার্ৎ প্রত্যেক দিন মিলবে ১জিবি ডেটা ৷ তিন মাসের পর গ্রাহকরা এক মাসের জন্য পাবেন ৩০ জিবি ডেটা ৷
৫০৯ টাকার প্ল্যানে ব্যবহারকারীরা পেয়ে যাবেন ১৮০ জিবি ডেটা ৷ প্রতিদিন তাদের লিমিট থাকবে ২ জিবি ৷ এই প্ল্যানটিও ভ্যালিড থাকবে তিনমাসের জন্য ৷ তিন মাসের পরে মাসে ৬০ জিবি ডেটা। ৯৯৯ টাকার রিচার্জেও মিলবে ১৮০ জিবি ডেটা ৷ এ ক্ষেত্রে প্রতিদিন ডেটা ব্যবহারের কোনও লিমিট নেই। তিন মাস পরে মাসে ৬০ জিবি ডেটা এবং তখনও কোনও দৈনিক লিমিট থাকবে না।
প্রি পেড গ্রাহকদের জন্য রয়েছে এই অফারগুলি:
১৯ টাকায় ২০০ এমবি ইন্টারনেট পরিষেবা দিচ্ছে জিও ৷ এই বৈধতা মাত্র ১ দিন ৷ নন-প্রাইম জিও গ্রাহকরা এই অফারে পাবেন ১০০ এমবি ইন্টারনেট।
৪৯ টাকার রিচার্জে ৬০০ এমবি ইন্টারনেট পরিষেবা পাবেন প্রাইম মেম্বররা ৷ নন প্রাইম মেম্বররা পাবেন ৩০০ এমবি ৷ এর বৈধতা তিন দিন ৷
৯৬ টাকার ক্ষেত্রে মিলবে ৭ জিবি ইন্টারনেট ৷ তবে কেবল প্রাইম মেম্বররা এই পরিষেবা পাবেন ৷ প্রত্যেকদিন ১ জিবি করে ৷ এই অফারটি ৭দিনের জন্য ভ্যালিড ৷ নন প্রাইম মেম্বররা ৭ জিবির বদলে পাবেন ৬০০ এমবি ৷
১৪৯ টাকায় ২৮ দিনের জন্য প্রাইম মেম্বররা পাবেন ২জিবি ৷ নন প্রাইম মেম্বরদের ক্ষেত্রে তা ১ জিবি ৷