প্রথম প্রিপেইড প্ল্যানটির দাম ১০৯৯ টাকা। প্ল্যানটি নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের সঙ্গে এলেও শুধুমাত্র মোবাইল ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। নেটফ্লিক্স সাবস্ক্রিপশন ছাড়াও প্রতি দিন ২ জিবি ডেটা। সঙ্গে জিও ওয়েলকাম অফার এবং ৫জি আনলিমিটেড ডেটা পাবেন। এছাড়াও আপনি আনলিমিটেড ভয়েস কলিং এবং ৮৪ দিনের বৈধতা পাবেন।
advertisement
দ্বিতীয় প্ল্যানটির দাম ১৪৯৯ টাকা। এটির সঙ্গেও নেটফ্লিক্স সাবস্ক্রিপশন আসে। কিন্তু কেবল মোবাইলের জন্য নয়। বড় স্ক্রিনেও ব্যবহার করুতে পারেন। নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের পাশাপাশি প্রতি দিন ৩ জিবি ডেটা-সহ জিও ওয়েলকাম অফার এবং আনলিমিটেড ৫জি ডেটা পাবেন। এছাড়াও পাবেন আনলিমিটেড ভয়েস কলিং এবং ৮৪ দিনের বৈধতা।
আরও পড়ুন: গোপন মেসেজ এবার চোখের আড়ালে! WhatsApp-এ পড়বে তালা, নতুন ফিচারে দারুণ উপকার! জানুন কীভাবে
জিও প্ল্যাটফর্ম লিমিটেডের সিইও কিরণ থমাস এই প্রসঙ্গে বলেন, “আমাদের উত্সর্গটি আমাদের ব্যবহারকারীদের শীর্ষস্থানীয় পরিষেবা প্রদানের মধ্যে নিহিত৷ আমাদের প্রিপেইড প্ল্যানগুলিতে নেটফ্লিক্স অন্তর্ভুক্ত করা আমাদের প্রতিশ্রুতি প্রদর্শনের ক্ষেত্রে আরেকটি অগ্রগতির ইঙ্গিত দেয়৷ আমাদের সহযোগীতা নেটফ্লিক্সের মতো বিশ্বব্যাপী অংশীদারদের সাথে প্রচেষ্টা জোরদার হতে থাকে এবং সম্মিলিতভাবে, আমরা এমন মানদণ্ড স্থাপন করছি যা বাকি বিশ্ব অনুসরণ করতে পারে।”