প্রতিযোগিতার বাজারে টেকে থাকতে ও জিও-কে টেক্কা দিয়ে নতুন অফার ঘোষণা করল এয়ারসেল ৷ নতুন অফারে ৩৪৮ টাকায় ৮৪ দিনের জন্য ৮৪ জিবি ডেটা দিচ্ছে এয়ারসেল ৷ অথার্ৎ দিনে সর্বোচ্চ ১ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ তবে এই মুহূর্তে কেবল উত্তরপ্রদেশে মিলবে অফারটি ৷ পরে গোটা দেশে চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার ৷
advertisement
এয়ারসেলের প্রিপেড গ্রাহকরা কেবল এই সুবিধা পাবেন ৷ নাম দেওয়া হয়েছে FRC 348 । এই অফারে ৮৪ দিনের জন্য গ্রাহকরা আনলিমিটেড লোকাল ও এসটিডি কল করতে পারবেন যে কোনও নেটওয়ার্কে ৷ তবে মিলবে কেবল ৩জি ইন্টারনেট স্পিড ৷ অন্যদিকে, ৩৯৯ টাকায় ৪জি স্পিড অফার দিচ্ছে জিও ৷
Location :
First Published :
July 14, 2017 3:07 PM IST