TRENDING:

জিও-কে টেক্কা দিতে এয়ারসেলের নয়া আনলিমিটেড কল ও ডেটা অফার

Last Updated:

ধন ধনা ধন ও সামার সারপ্রাইজ অফার শেষ হওয়ার আগেই রিল্যায়েন্সের তরফে বেশ কয়েকটি নতুন আকর্ষণীয় অফার ঘোষণা করা হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ধন ধনা ধন ও সামার সারপ্রাইজ অফার শেষ হওয়ার আগেই রিল্যায়েন্সের তরফে বেশ কয়েকটি নতুন আকর্ষণীয় অফার ঘোষণা করা হয়েছে ৷ গ্রাহক ধরে রাখতে ফের নতুন চমক নিয়ে হাজির হয়েছে মুকেশ আম্বানির সংস্থা ৷ নতুন অফার নিয়ে গ্রাহকদের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷
advertisement

প্রতিযোগিতার বাজারে টেকে থাকতে ও জিও-কে টেক্কা দিয়ে নতুন অফার ঘোষণা করল এয়ারসেল ৷ নতুন অফারে ৩৪৮ টাকায় ৮৪ দিনের জন্য ৮৪ জিবি ডেটা দিচ্ছে এয়ারসেল ৷ অথার্ৎ দিনে সর্বোচ্চ ১ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ তবে এই মুহূর্তে কেবল উত্তরপ্রদেশে মিলবে অফারটি ৷ পরে গোটা দেশে চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

এয়ারসেলের প্রিপেড গ্রাহকরা কেবল এই সুবিধা পাবেন ৷ নাম দেওয়া হয়েছে FRC 348 । এই অফারে ৮৪ দিনের জন্য গ্রাহকরা আনলিমিটেড লোকাল ও এসটিডি কল করতে পারবেন যে কোনও নেটওয়ার্কে ৷ তবে মিলবে কেবল ৩জি ইন্টারনেট স্পিড ৷ অন্যদিকে, ৩৯৯ টাকায় ৪জি স্পিড অফার দিচ্ছে জিও ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও-কে টেক্কা দিতে এয়ারসেলের নয়া আনলিমিটেড কল ও ডেটা অফার