TRENDING:

Jio Bharat: ২জি মুক্ত দেশ! সকলের জন্য ইন্টারনেট, রিলায়েন্স আনল ‘জিও ভারত’

Last Updated:

একদিকে যখন ভারতে ৫জি কানেকশন ব্যবহার করা শুরু করে দিয়েছেন বেশ কিছু নাগরিক, তখন দেশের একাংশের মানুষ এখনও রয়ে গিয়েছেন ইন্টারনেট সংযোগের বাইরে। এই পরিস্থিতিতে সকলের মধ্যে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতেই এই বিশেষ পদক্ষেপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রিলায়েন্স লঞ্চ করল ‘Jio Bharat’। তাদের লক্ষ্য ২জি মুক্ত ভারত। একদিকে যখন ভারতে ৫জি কানেকশন ব্যবহার করা শুরু করে দিয়েছেন বেশ কিছু নাগরিক, তখন দেশের একাংশের মানুষ এখনও রয়ে গিয়েছেন ইন্টারনেট সংযোগের বাইরে। এই পরিস্থিতিতে সকলের মধ্যে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতেই এই বিশেষ পদক্ষেপ।
রিলায়েন্স আনল ‘জিও ভারত’
রিলায়েন্স আনল ‘জিও ভারত’
advertisement

ভারতের একটা বড় অংশের মানুষের পক্ষে এখনও স্মার্টফোন কেনা সম্ভব নয়। এখনও ভারতে প্রায় ২৫০ মিলিয়ন মানুষ ২জি যুগের ফিচার ফোন ব্যবহার করেন। যাতে ইন্টারনেট ব্যবহার করা যায় না। এদিকে বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইন্টারনেট ছাড়া অগ্রগতি অসম্ভব। তার উপর ক্রমশই বাড়ছে টেলিকম সংস্থাগুলির পরিষেবা খরচ। এই পরিস্থিতিতে লঞ্চ করল Jio Bharat ফোন।

advertisement

সমস্ত ভারতীয় নাগরিকের কাছে ডিজিটাল পরিষেবা পৌঁছে দেওয়াই এর একমাত্র লক্ষ্য। বিশেষত যাঁদের পক্ষে স্মার্টফোন কেনা সম্ভব নয়। মনে করা হচ্ছে এর সাহায্যেই ‘ডিজিটাল ফ্রিডম’-এর প্রথম সোপান প্রস্তুত হতে চলেছে। যে ২৫০ মিলিয়ন মানুষ এখনও স্মার্টফোন ব্যবহার করেন না, তাঁরা এই Jio Bharat-এর মাধ্যমে সংযুক্ত হবেন ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে। খুব কম খরচে উচ্চ মানের ডেটা পরিষেবা পাবনে সাধারণ মানুষ। এই ফোনটি দেশের সব শ্রেণী মানুষের মধ্যে পৌঁছে দেবে ডিজিটাল পরিষেবা।

advertisement

এদিন পরিষেবার উদ্বোধন করে রিলায়েন্স জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি বলেন, ‘‘৬ বছর আগে যখন জিও লঞ্চ করেছিল, তখনই আমরা স্পষ্ট করে দিয়েছিলাম যে, সর্বসাধারণের জন্য ইন্টারনেট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা কোনও ফাঁক রাখতে চাই না। প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে প্রযুক্তির সুফল আমরা পৌঁছে দেব। প্রযুক্তি আর কোনও ভাবেই এক শ্রেণীর মানুষের হাতে আবদ্ধ থাকবে না। সেই লক্ষ্যেই পরবর্তী ধাপ হল এই Jio Bharat।’’

advertisement

আকাশ বলেন, ‘‘আমরা সকল নাগরিকের দায়িত্ব নিতে প্রস্তুত, প্রত্যেক নাগরিকের কাছে ডিজিটাল সোসাইটির সুফল পৌঁছে দিতে যত দূর যাওয়া দরকার আমরা যাব।’’

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

DISCLAIMER: Network18 and TV18 – the companies that operate news18.com – are controlled by Independent Media Trust, of which Reliance Industries is the sole beneficiary.

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Jio Bharat: ২জি মুক্ত দেশ! সকলের জন্য ইন্টারনেট, রিলায়েন্স আনল ‘জিও ভারত’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল