সংস্থার আধিকারিক জানিয়েছেন, ‘প্রত্যেক দিন আমারা প্রায় এক লাখ গ্রাহক পাচ্ছি৷ ৩১ ডিসেম্বর পর্যন্ত আমাদের গ্রাহক সংখ্যা ৭.২৪ কোটি হয়ে গিয়েছে ৷’ কম্পানির সমস্ত পরিষেবা ডেটা, ভয়েস কল ২০১৭ মার্চ মাস পর্যন্ত একদম ফ্রিতে পাবেন গ্রাহকরা ৷ তবে কবে থেকে নিজেদের পরিষেবার জন্য চার্ড নেওয়া শুরু করবে সংস্থা সে বিষয়ে কোনও মন্তব্য করেননি সংস্থার আধিকারিক ৷
advertisement
সেপ্টম্বর মাসের ৫ তারিখ পথ চলা শুরু হয় জিও-র ৷ এরপর থেকে ভারতের স্মার্টফোন ব্যবহারকারীদের দুনিয়া বদলে গিয়েছে ৷ জিও-এর ফোর জি ইন্টারনেটের বিঘ্নহীন পরিষেবায় আপ্লুত গ্রাহকরা ৷
সংস্থার তরফে জানানো হয়েছে নেটওয়ার্ক পরিষেবা আরও উন্নত করতে ও সিগন্যালের ক্ষমতা বাড়ানোর জন্য এবার ৩০ হাজার কোটি টাকা ইনভেস্ট করার পরিকল্পনা করছে রিল্যায়েন্স জিও ইনফোকম ৷ এর জন্য তারা ৬০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ কিন্তু এখনও কিছু জায়গায় ইন্টারকানেক্টিভিটির সমস্যা রয়ে গিয়েছে ৷