ট্রাইয়ের ডেটা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে জিও-র রেজিস্টার্ড স্পিড ১৭.৪২ এমবিপিএস৷ আইডিয়ার স্পিড ১২.২১ এমবিপিএস, এয়ারটেল ১১.২৪৫ এমবিপিএস, ভোডাফোন ৮.৩৩৭ এমবিপিএস ৷ তবে বাকি সংস্থার থেকে এগিয়ে থাকলেও ফেব্রুয়ারি মাসে জিও-র স্পিড ডিসেম্বর ২০১৬-র থেকে অনেকটাই কম ছিল ৷ ডিসেম্বরে জিও-র স্পিড ছিল ১৮.১৪৬ এমবিপিএস ৷ যা এখনও পর্যন্ত জিও-র সর্বোচ্চ স্পিড ৷
advertisement
ট্রাইয়ের তথ্য বলছে, এয়ারটেল ও ভোডাফোনের ফোর-জি পরিষেবার মান পড়েছে৷ এয়ারটেলের স্পিড ১১.৮৬২ এমবিপিএস থেকে কমে গিয়ে হয়েছে ১১.২৫৪ এমবিপিএস ৷ অন্যদিকে ভোডাফোনের স্পিডের ১০.৩০১ স্পিড থেকে কমে হয়েছে ৮.৩৩৭ এমবিপিএস ৷
Location :
First Published :
March 07, 2017 9:29 AM IST