TRENDING:

১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা; নতুন বছরে Redmi-র ধামাকা Note 11 Pro!

Last Updated:

Redmi Note 11 Pro 2023: কোম্পানি এই ফোনটিকে বাজেট বা মিড-রেঞ্জ ৫জি স্মার্টফোন হিসেবে সেখানে উপস্থাপন করেছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আবার বাজারে আসতে চলেছে Redmi-র নতুন ফোন! নতুন বছরের প্রাক্কালেই চিনা ব্র্যান্ড Redmi সম্প্রতি সেদেশে Redmi K60 সিরিজ চালু করেছে। এই ফোন লঞ্চের পর পরই Redmi-র আরেকটি ফোন সার্টিফিকেশন সাইটে দেখতে পাওয়া যাচ্ছে।
advertisement

রিপোর্ট অনুযায়ী এই ফোনটি Redmi Note 11 Pro 2023 নামে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এই ফোনটি গত বছর লঞ্চ হওয়া Redmi Note 11 Pro-এরই একটি আপগ্রেডেড মডেল। তবে আপাতত ফোনটি সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন- স্মার্টফোনে আসা বিজ্ঞাপন অতিষ্ঠ করে তুলেছে? স্রেফ এই সেটিংস অন রাখুন

advertisement

এই ফোনটি ইন্দোনেশিয়ার একটি সার্টিফিকেশন সাইট টিকেডিএন-এ দেখা গিয়েছে। এটি মডেল নম্বর ২২০৯১১৬এজি সহ সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত করা হয়েছে।

তবে এখনও পর্যন্ত ফোনটির মডেল নম্বর এবং নেটওয়ার্ক সাপোর্ট বা অন্য কোনও ফিচার সম্পর্কে সার্টিফিকেশন সাইটে কোনও তথ্য দেওয়া হয়নি। সার্টিফিকেশন সাইটের তালিকা দেখে যা বোঝা যাচ্ছে তা হল এটি ইন্দোনেশিয়া এবং গ্লোবাল মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ হতে পারে।

advertisement

এর আগে Redmi Note 11 Pro 2023 ফোনটি গিকবেঞ্চে দেখা গিয়েছিল। কোম্পানি এই ফোনটিকে বাজেট বা মিড-রেঞ্জ ৫জি স্মার্টফোন হিসেবে সেখানে উপস্থাপন করেছিল।

গিকবেঞ্চের তালিকা অনুযায়ী, এই ফোনে Qualcomm Snapdragon 732G প্রসেসরের ফিচার যুক্ত রয়েছে। এছাড়াও এটি অ্যান্ড্রয়েড ১২-এর সঙ্গে MIUI প্রসেসে চলবে। কোম্পানি এই ফোনে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের সুবিধেও দেবে।

advertisement

আরও পড়ুন- হাড়কাঁপানো ঠান্ডা বাংলায়! শরীর গরম রাখতে পারে ইলেকট্রিক কম্বল, দামও বেশি নয়

Redmi Note 11 Pro 2023-এর অনবদ্য কিছু ফিচার

Redmi Note 11 Pro 2023-এ রয়েছে ৬.৭ ইঞ্চি এফএইচডি + AMOLED ডিসপ্লে। এছাড়াও এতে একটি পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন থাকছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। সেই সঙ্গে এতে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা 67W পর্যন্ত দ্রুত চার্জিং সাপোর্ট সিস্টেমে কাজ করে।

advertisement

ফোনের ব্যাটারিতে মাত্র ১৫ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জিংয়ের ক্যাপাসিটি রয়েছে। ফোনটি MediaTek Helio G96 প্রসেসর সহ ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ ডিভাইসের সঙ্গে উপলব্ধ হওয়ার কথা।

ক্যামেরায় প্রসঙ্গে এলে প্রথমেই বলতে হবে এতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যাতে ১০৮ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরাতে দেওয়া রয়েছে। এছাড়াও এতে ৮ মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং ২ মেগা পিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে একটি ১৬ মেগা পিক্সেলের ক্যামেরাও উপলব্ধ থাকবে বলে শোনা যাচ্ছে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা; নতুন বছরে Redmi-র ধামাকা Note 11 Pro!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল