TRENDING:

বাজারে এল জিওফাই, একই সিমে ৫ ডিভাইসে ইন্টারনেট !

Last Updated:

শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই ৷ এই ঘটনাই ঘটাতে চলেছে রিলায়েন্স জিও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই ৷ এই ঘটনাই ঘটাতে চলেছে রিলায়েন্স জিও ৷ রিলায়েন্স জিও-র একটা সিমে ইন্টারনেট প্যাক ভরলেই কেল্লাফতে ৷ এবার নিশ্চিন্তে বাড়ির আরও পাঁচটা অন্যান্য ডিভাইসেও ব্যবহার করতে পারবেন ইন্টারনেট ৷ কীভাবে ? খুবই সহজ ৷ নিচে দেওয়া পাঁচটা স্টেপ মেনে চললে আপনিও অনায়েসে ইন্টারনেট চালাতে পারবেন ৷
advertisement

১) প্রথমেই জিও সিমে ইন্টারনেট প্যাক ভরে নিন ৷ এবার রিলায়েন্স স্টোর, ডিজিটাল এক্সপ্রেস থেকে কিনে নিন জিওফাই মোডেম ডিভাইস ৷

২) জিওফাই মোডেমের ব্যাক কভার খুলে আপনার সিমকে হটপট ট্রেতে ভরে ফেলুন ৷ এবার SSID কোড ও পাসওয়ার্ড নোট করে নিন৷ SSID ও পাসওয়ার্ড সিমের ট্রেতেই লেখা থাকবে ৷ মোডেমের ব্যাক কভার পরিয়ে দিন ৷ মোডেমের পাওয়ার বোতাম প্রেস করুন ৷

advertisement

৩) জিওফাই মোডেমের সাহায্যে আপনি ল্যাপটপ, ট্যাব, আইপড, আইপ্যাড কানেক্ট করতে পারবেন ৷

৪) SSID কোড ও পাসওয়ার্ডটা ব্যবহার করে অন্যান্য ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৫) এই মোডেমের সাহায্যে ১০ থেকে ২৫ এমবিপিএস প্রতি সেকেন্ড গতিতে ইন্টারনেট চলতে পারে ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বাজারে এল জিওফাই, একই সিমে ৫ ডিভাইসে ইন্টারনেট !