TRENDING:

সাবধান! WhatsApp, Instagram, Facebook...রমজান উপলক্ষে ফাঁদ পেতেছে প্রতারকরা, ছোট্ট ভুলেই খোয়া যাবে লক্ষ লক্ষ টাকা

Last Updated:

আর উৎসবের এই আবহে প্রতারণার জাল বিছিয়ে রেখেছে সাইবার অপরাধীরাও। বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে গ্রাহকদের সর্বস্ব লুঠ করে নিচ্ছে তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সামনেই ঈদ। তার আগে রমজান পালন করছেন বহু ভারতীয়ই। আর উৎসবের এই আবহে প্রতারণার জাল বিছিয়ে রেখেছে সাইবার অপরাধীরাও। বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে গ্রাহকদের সর্বস্ব লুঠ করে নিচ্ছে তারা। একটি গবেষণা করে CloudSEK জানিয়েছে যে, সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন ব্যাজবিশিষ্ট পেজগুলি আবার এআই-জেনারেটেড প্রোমোশন এবং সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন তৈরি করছে। ফলে এই প্রতারণার জাল শনাক্ত করাও বেশ মুশকিল।
সাবধান! WhatsApp, Instagram, Facebook...রমজান উপলক্ষে ফাঁদ পেতেছে প্রতারকরা, ছোট্ট ভুলেই খোয়া যাবে লক্ষ লক্ষ টাকা
সাবধান! WhatsApp, Instagram, Facebook...রমজান উপলক্ষে ফাঁদ পেতেছে প্রতারকরা, ছোট্ট ভুলেই খোয়া যাবে লক্ষ লক্ষ টাকা
advertisement

ফেক চ্যারিটি স্ক্যাম:

পবিত্র রমজান মাসে বহু মানুষই সেবামূলক কাজের জন্য দান-ধ্যান করে। দরিদ্র বা পিছিয়ে পড়া শ্রেণীর পাশে থাকেন অনুদান দিয়ে। এরই সুযোগ নিয়ে প্রকারকরা ভুয়ো ডোনেশন ওয়েবসাইট বানাচ্ছে। WhatsApp, Instagram এবং Facebook-এ বৈধ প্রতিষ্ঠানের নকল অ্যাকাউন্ট বানিয়ে এই কাণ্ড ঘটাচ্ছে।

আরও পড়ুন: মারতে হবে না, বিষও লাগবে না! ঘর মোছার জলে ফেলে দিন এক টুকরো…বাড়ির ছায়াও মাড়াবে না ইঁদুর

advertisement

কীভাবে এটি কাজ করে?

১. গ্রাহকদের কাছে ইফতারের খাবার, অনাথদের সাহায্য অথবা চিকিৎসামূলক সাহায্যের জন্য অনুদান দিতে মেসেজ পাঠানো হচ্ছে।

২. লিঙ্কে ক্লিক করলেই তা গ্রাহকদের নিয়ে যাচ্ছে ভুয়ো ওয়েবসাইটে। যা দেখতে অনেকটা পরিচিত এনজিও-র ওয়েবসাইটের মতোই।

৩. এই অ্যাকাউন্টে পেমেন্ট করলেই তা সরাসরি পৌঁছে যাচ্ছে প্রতারকদের অ্যাকাউন্টে।

সুরক্ষিত থাকার উপায়:

advertisement

১. সব সময় অফিসিয়াল ওয়েবসাইটে চ্যারিটির ক্রেডেনশিয়াল ভেরিফাই করা উচিত।

২. অনলাইন পেমেন্ট করার আগে ক্রসচেক করতে হবে।

৩. সোশ্যাল মিডিয়া পোস্ট অথবা আনভেরিফায়েড লিঙ্কের মাধ্যমে অনুদান দেওয়া চলবে না।

আরও পড়ুন: ব‍্যাকগ্রাউন্ড ডান্সার থেকে সুপারস্টার! ‘লে গয়ি’ গানে করিশ্মার পেছনে কালো পোশাকে নাচছেন ২ হিরো, চিনতে পারছেন?

advertisement

ক্রিপ্টো গিভঅ্যাওয়ে স্ক্যাম:

ক্রিপ্টোকারেন্সিতে ভারতীয়দের আগ্রহ বাড়ছে। আর রমজানে আশীর্বাদস্বরূপ ভুয়ো ক্রিপ্টোকারেন্সি গিভঅ্যাওয়ের প্রলোভন দেখাচ্ছে প্রতারকরা। বলা হচ্ছে, বিনামূল্য বিটকয়েন দেওয়া হবে। তবে গ্রাহকদের সর্বস্ব লুঠ করার ফাঁদ এটি।

কীভাবে এটি কাজ করে?

১. রমজানের জন্য Twitter, Telegram, এবং Instagram-এ বিনামূল্যে ক্রিপ্টো রিওয়ার্ড দেওয়ার বিজ্ঞাপন দিচ্ছে প্রতারকরা।

২. রিওয়ার্ড ক্লেম করতে ক্রিপ্টো ওয়ালেট কানেক্ট করতে বলা হচ্ছে।

advertisement

৩. ট্র্যানজ্যাকশন করার সঙ্গে সঙ্গেই ওয়ালেট ব্যালেন্স শূন্য করে দেওয়া হচ্ছে।

সুরক্ষিত থাকার উপায়:

১. আনভেরিফায়েড ওয়েবসাইটে ক্রিপ্টো ওয়ালেট কানেক্ট করা চলবে না।

২. আসলে বৈধ গিভঅ্যাওয়ের ক্ষেত্রে প্রাইভেট ওয়ালেট অ্যাক্সেসর কথা বলা হয় না।

৩. নিজের ফান্ড সুরক্ষিত রাখতে কোল্ড ওয়ালেট ব্যবহার করতে হবে।

আরও পড়ুন: বাড়ির ধারে কাছে কোনওদিন ঘেঁষবে না সাপ! কার্বলিক অ‍্যাসিড নয়, সাপ তাড়ানোর ‘আসল উপায়’ জেনে নিন

ভুয়ো রমজান সেল এবং উৎসবের ছাড়:

একাধিক ই-কমার্স প্রতারকরা ভুয়ো ওয়েবসাইট বানিয়ে জামাকাপড়, পারফিউম এবং গৃহসজ্জার জিনিসের উপর ঈদ শপিংয়ের জন্য ব্যাপক ছাড় দিচ্ছে। পেমেন্ট করে দিলেও কোনও প্রোডাক্ট পৌঁছবে না গ্রাহকের কাছে।

কীভাবে এটি কাজ করে?

১. Google, Facebook, এবং Instagram-এ ভুয়ো বিজ্ঞাপনদাতা ওয়েবসাইটের বিজ্ঞাপ আসছে। প্রিমিয়াম ব্র্যান্ডের উপর রাখা হচ্ছে ৭০-৮০ শতাংশ ছাড়।

২. অনলাইনে পেমেন্ট করে দিলেই আর পৌঁছচ্ছে না অর্ডার করা সামগ্রী।

৩. কিছু স্ক্যামার তো ব্যাঙ্কিং তথ্য চুরি করে নিচ্ছে।

সুরক্ষিত থাকার উপায়:

১. সব সময় বিশ্বস্ত অনলাইন রিটেলারদের থেকেই কেনাকাটা করা উচিত।

২. অজানা শপিং সাইটে নিয়ে যাবে এমন সন্দেহজনক বিজ্ঞাপন থেকে দূরে থাকতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

৩. সম্ভব হলে ক্যাশ অন ডেলিভারি অপশন বেছে নিতে হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সাবধান! WhatsApp, Instagram, Facebook...রমজান উপলক্ষে ফাঁদ পেতেছে প্রতারকরা, ছোট্ট ভুলেই খোয়া যাবে লক্ষ লক্ষ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল