বাচ্চাদের জন্য এটি খুবই জনপ্রিয় একটি ডিভাইস হতে চলেছে। কারণ এই ট্যাবলেট বিনা ইন্টারনেট এবং বিনা চার্জে কাজ করবে। এ ছাড়াও বলা হচ্ছে যে এই ট্যাবলেট চোখের পক্ষে ততটা ক্ষতিকর নয়। এই ট্যাবলেটের স্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলেও চোখের কোন ক্ষতি হবে না। কারণ এই ট্যাবলেটে আলো না থাকলেও এটি ব্যবহার করা যাবে। টেক বিশেষজ্ঞ বনোয়ারি সিং জানিয়েছেন যে এটা বাচ্চাদের জন্য খুবই উপযুক্ত। কারণ বাচ্চাদের ক্ষেত্রে ইলেকট্রনিক ডিভাইসের আলো এবং অন্যান্য রশ্মি ক্ষতিকারক হতে পারে। কিন্তু এই ট্যাবলেটে এমন কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে এই ট্যাবলেট ব্যবহার করার ফলে কাগজ, পেন্সিল, ইরেজার ইত্যাদির প্রয়োজনও অনেকটাই কম হবে।এই ট্যাবলেট খুব সহজেই বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যাবে।
advertisement
আরও পড়ুন: ছুড়ি দিয়ে প্রেমিকের যৌনাঙ্গ কেটে নিলেন মহিলা! কারণ জানলে অবাক হবেন!
এ ছাড়াও এই ট্যাবলেট থেকে কোনও ধরনের আলোর বিকিরণ হবে না। এর ফলে দীর্ঘ সময় ধরে এই ট্যাবলেট ব্যবহার করলেও কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। টেক বিশেষজ্ঞদের মতে এই ট্যাবলেট স্মার্ট স্টাইল হওয়ার সঙ্গে সঙ্গে খুব সহজেই লেখা এবং আঁকা সম্ভব। এই ট্যাবের একটি ডুডল প্লেটে এক লাখের বেশি বার লেখা সম্ভব। কাগজে এই পরিমাণ লিখতে যত কাগজ লাগে, তাতে কাটা পড়ে তিনটি গাছ। ফলে পরিবেশ বাঁচাতেও সাহায্য করবে এই ট্যাব।
এছাড়াও জানা গিয়েছে যে এই ট্যাবলেটের বৈদ্যুতিক খরচ খুব কম হবে। কারণ একটি ব্যাটারিতে এই ট্যাবলেট প্রায় এক বছর পর্যন্ত চলতে পারে। এ ছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই ট্যাবলেটের ব্যাটারি খুব সহজেই বদলে ফেলা যেতে পারে। এই ট্যাবলেটের ক্ষেত্রে কোনও ধরনের চার্জিং এবং কানেকশনের প্রয়োজন হবে না।