এখনও পর্যন্ত গেমে কোনও অ্যাপ ব্যান সংক্রান্ত নোটিফিকেশন পাওয়া যায় নি। কিন্তু আর কিছু দিনের মধ্যেই PUBG Mobile এবং PUBG Mobile Lite গেমদুটির সার্ভার অ্যাক্সেস ব্লক হয়ে যাবে এটা নিশ্চিত। এখনও এটাও স্পষ্ট নয় যে আগামী দিনে Express VPN বা Nord VPN ব্যবহার করে এই গেম দুটি খেলা যাবে কিনা। তবে আর কিছু দিনের মধ্যে সরকর হয়তো ISP ব্লক করে দেবে, মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দেবে গেমটিকে পুরো দেবে ব্লবক করে দিতে।
advertisement
বুধবার অ্যাপ নিষিদ্ধ করার পর সরকারের তরফে জানানো হয় যে, এই ১১৮ টি মোবাইল অ্যাপ হল ‘ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা এবং গণ-শৃঙ্খলা রক্ষার জন্য হানিকর'। লাদাখে চিনের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ার পরই এই পদক্ষেপ নেয় ভারত সরকার৷ ভারতে প্রায় ৩ কোটি ৩০ লক্ষ PUBG ব্যবহারকারী ছিল৷
একটি বিবৃতিতে বলা হয় যে, এই মোবাইল গেমটিকে তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তটি ভারতীয় সাইবারস্পেসের সুরক্ষা, এবং সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যে একটি পদক্ষেপ।
গত ২৯ জুন টিকটক UC Browser, CamScanner-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে ছিল ভারত সরকার। তারপর জুলাই মাসে ফের ৪৭টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে সরকার। এই ৪৭টি চিনা অ্যাপের সুরক্ষা ও গোপনীয়তা যাচাই করার পর ওই সিদ্ধান্ত নিয়েছে টেলিকম মন্ত্রক। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আগে নিষিদ্ধ হওয়া ৫৯টি অ্যাপের ক্লোন হিসাবে কাজ করছিল এই ৪৭টি অ্যাপ।