সঙ্গত কারণেই দেখা দিয়েছে প্রশ্ন- তাহলে কি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে? অথবা তা চলছে? শুধু জানতে দেওয়া হচ্ছে না? এটা ঠিক যে YouTube চ্যানেলে PUBG Mobile India গেমের টিজার লঞ্চ করার কিছুক্ষণের মধ্যেই তা আবার মুছেও দিয়েছে Krafton। কিন্তু প্রশ্ন উঠছে- সরকারের তরফ থেকে যদি আশাবাচক কিছু ইঙ্গিত না পাওয়া যায়, তাহলে কি সংস্থা এই বাড়াবাড়ি করার সাহস পাবে? কেন না, যতই মুছে দেওয়া হোক, বিষয়টা যখন PUBG Mobile India গেমের লঞ্চ, তখন তা সহজে গেম লাভারদের শ্যেনচক্ষু এড়িয়ে যাওয়ার কথা তো নয়!
advertisement
সত্যি বলতে কী, এড়িয়ে কিন্তু যায়নিও! এর মধ্যেই Twitter-এ বিষয়টি নিয়ে বেশ সাড়া পড়ে গিয়েছে। অনেক ট্যুইটারেতিই প্রশ্ন তুলেছেন- তাঁরা কি সত্যিই PUBG Mobile India গেম লঞ্চের টিজার দেখলেন? আর শুধু YouTube হলেও না হয় একটা কথা ছিল! ব্যাপারটা কিন্তু শুধু সেখানেই সীমাবদ্ধ নেই। Krafton গেমের অফিসিয়াল Instagram হ্যান্ডেলেও একটা টিজার আপলোড করেছে। লিখেছে যে একেবারে নতুন রূপে দেশে ফিরে আসার অপেক্ষায় রয়েছে PUBG Mobile India; সবাই যেন তাঁদের স্কোয়াডমেটকে খবরটা তাড়াতাড়ি জানিয়ে দেন!
প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিশ্ববাজারে লঞ্চ করেছে PUBG Mobile New State গেম। এক্ষেত্রে ২০৫১ সালের প্রেক্ষাপটে একটি ব্যাটেল রয়্যাল গেমের আদলে তৈরি করা হয়েছে এই PUBG Mobile New State। Google Play Store-এ গিয়ে PUBG: New State গেমের প্রি-রেজিস্ট্রেশন পেইজ থেকেই করা যাবে গেমের রেজিস্ট্রেশন। সেখানেই থাকবে Install when available অপশনও। তবে দেশে আপাতত উপলব্ধ নয় PUBG: New State। কারণ আগের মতোই নিজের অবস্থানে অনড় রয়েছে দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রক। দেখা যাক ভবিষ্যতে কী হয়!