TRENDING:

PUBG সহ ১১৮টি অ্যাপ নিষিদ্ধ ভারতে, ট্যুইটারে শোরগোল নেটিজেনদের

Last Updated:

ইতিমধ্যেই ট্যুউটারে ট্রেন্ড করতে শুরু করেছে PUBG

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের ভারতের ডিজিটাল স্ট্রাইক, এবার PUBG সহ ১১৮টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র। সরকারের তরফে জানানো হয়েছে, এই ১১৮ টি মোবাইল অ্যাপ হল ‘ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা এবং গণ-শৃঙ্খলা রক্ষার জন্য হানিকর'। লাদাখে চিনের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ার পরই এই পদক্ষেপ করল ভারত৷এই মুহূর্তে ভারতে প্রায় ৩ কোটি ৩০ লক্ষ PUBG ব্যবহারকারী রয়েছেন ভারতে৷
advertisement

বিবৃতিতে বলা হয়েছে, এই মোবাইল গেমটিকে তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তটি ভারতীয় সাইবারস্পেসের সুরক্ষা, এবং সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যে একটি পদক্ষেপ। বলা হয়েছে, এই পদক্ষেপটি কোটি কোটি ভারতীয় মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারকারীদের স্বার্থ রক্ষা করবে। ইতিমধ্যেই ট্যুউটারে ট্রেন্ড করতে শুরু করেছে PUBG।

advertisement

advertisement

advertisement

advertisement

এই নিয়ে মোট ২২৪ চিনা অ্যাপ নিসিদ্ধ করল ভারত সরকার। ইতিমধ্যেই ট্যুউটারে ট্রেন্ড করতে শুরু করেছে PUBG।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
PUBG সহ ১১৮টি অ্যাপ নিষিদ্ধ ভারতে, ট্যুইটারে শোরগোল নেটিজেনদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল