TRENDING:

সামনে এল স্যামসাং গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড! কোন কোন দেশে শুরু হল প্রি অর্ডার? ভারতে পাওয়া যাবে কবে?

Last Updated:

গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড ফোনের জগতে প্রথমে ট্রাইফোল্ড ফোন। আর এই ফোন কিছু দেশেই পাওয়া যাচ্ছে। এরমধ্যেই সামস্যাং বিশ্বের বেশ কিছু বড় স্মার্টফোনের মার্কেটে বাজারে প্রি-অর্ডার শুরু করে দিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড ফোনের জগতে প্রথমে ট্রাইফোল্ড ফোন। আর এই ফোন কিছু দেশেই পাওয়া যাচ্ছে। এরমধ্যেই সামস্যাং বিশ্বের বেশ কিছু বড় স্মার্টফোনের মার্কেটে বাজারে প্রি-অর্ডার শুরু করে দিয়েছে।
শুরু হল  এই ফোনের প্রি অর্ডার
শুরু হল এই ফোনের প্রি অর্ডার
advertisement

চিনের অনলাইন স্টোরে প্রি-অর্ডার নিতে শুরু করেছে স্যামস্যাং। ট্রাইফোল্ড-এর মতো ফোনের মার্কেটের ক্ষেত্রে এই দেশ বেশ কঠিন হতে চলেছে। হুয়াই-এর মেট এক্সটি এই বছরই লঞ্চ হয়েছে যা এই ফোনের প্রতিপক্ষ। এই দেশে এই ফোনের দাম রাখা হয়েছে ১৯ হাজার ৯৯৯ ইয়ান বা ২ হাজার ৫৫০ ডলার। এই ফোন ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

advertisement

এছাড়াও, ১৬ জিবি র‍্যাম এবং ১টিবি স্টোরেজের ফোনের দাম রাখা হয়েছে ২১ হাজার ৯৯৯ ইয়ান, ৩১১০ ডলারে।

চিন ছাড়াও এই ফোন দক্ষিণ কোরিয়াতেও প্রকাশ পেয়েছে। ১২ ডিসেম্বরে গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড দক্ষিণ কোরিয়া, চিন, তাইওয়ান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহি এবং আমেরিকার বাজারে প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকেই এই ফোনগুলি বাজারে পাওয়া যাবে। শুধুমাত্র ব্রিটিশ যুক্তরাজ্যকে এই প্রি অর্ডারে রাখা হয়নি। মনে করা হচ্ছে আগামী বছর থেকেই এই ফোন মার্কেটে পাওয়া যেতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরের প্রথম দিনে উৎসবের রঙে শিলিগুড়ি, পর্যটকদের ভিড়ে জমজমাট বেঙ্গল সাফারি পার্ক
আরও দেখুন

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সামনে এল স্যামসাং গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড! কোন কোন দেশে শুরু হল প্রি অর্ডার? ভারতে পাওয়া যাবে কবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল