অনেকেই গিজারের দাম বেশি হওয়ায় গ্যাসেই জল গরম করেন, এতে একদিকে যেমন গ্যাসের অপচয় হয় অন্য দিকে তেমনই সময়ও নষ্ট হয়। আজ আমরা এমন একটি ইলেক্ট্রনিক পণ্যের কথা বলব যা খুব বেশি বিদ্যুৎ বা গ্যাস ব্যবহার না করেও সহজেই জল গরম করা যায়।
আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন
advertisement
ব্যবহাকারীরা মাত্র ৫০০ টাকা খরচ করেই এখন অল্প সময়ের মধ্যে জল গরম করতে পারেন। সাধারণ ভাবে বাজারে যে বিভিন্ন ধরনের গিজার পাওয়া যায় সেগুলোর দাম অনেকটাই বেশি এবং এগুলিতে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। এমতাবস্থায় এই ধরনের গিজার কেনা সবার সাধ্যের ব্যাপার নয়। সাধারণ মানুষের এই সমস্যার কথা ভেবেই বাজারে এসেছে একেবারে সস্তা গিজার। এর দাম প্রায় ৫০০ টাকা। এই গিজারটির আকার প্রায় ২০ সেন্টিমিটার।
এটি একটি ইনস্ট্যান্ট গিজার যা অল্প সময়েই জল গরম করতে সাহায্য করে। এর সবচেয়ে সুবিধে জনক বৈশিষ্ট্য হল এটি যে কোনও জায়গায় ইনস্টল করা যায়। তবে এটি সাধারণত একবারে অল্প পরিমাণ জলই গরম করতে পারে। যাঁদের একসঙ্গে অনেকটা জলের প্রয়োজন হয় তাঁদের এটি দুই বা তিনবার ব্যবহার করতে হবে।
ছোট এই গিজারটির অনেক রকমের সুবিধা রয়েছে। এই গিজার চালাতে প্রতি মাসে বড় গিজারের তুলনায় খরচ অনেকটাই কমে যায়। রান্নাঘর, বাথরুম, ওয়াশ বেসিনেও এই গিজার লাগানো যেতে পারে। এই গিজারের ব্যবহারও খুবই সহজ। অফলাইন বা অনলাইন যে কোনও ভাবেই গ্রাহকরা মাত্র ৫০০ বা ১০০০ টাকার বিনিময়ে এই গিজার কিনতে পারবেন।