এই ধরনের দুর্ঘটনা এড়াতে আমাদের ডিভাইস যথাযথ ভাবে ব্যবহার করতে হবে। এর চার্জিং প্যাটার্নও তাপমাত্রা বাড়াতে খানিকটা ভূমিকা রাখে।
স্মার্টফোন গরম হয়ে গেলে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল যে এটির কর্মক্ষমতা কমে যেতে পারে, বিশেষ করে যখন দেখা যায় যে, ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে।
তাই আমাদের এই দরকারি টিপসগুলি অনুসরণ করতে হবে, তাহলেই আমাদের স্মার্টফোনটি ঠিকঠাক এবং স্বাভাবিক তাপমাত্রায় থাকবে।
advertisement
এই গ্রীষ্মে স্মার্টফোনকে ঠান্ডা রাখার জন্য সেরা ৫ টিপস:
সূর্যের আলো থেকে দূরে রাখা
আমাদের প্রথমেই যা করা উচিত তা হল সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে থাকা থেকে ফোনকে দূরে রাখতে হবে। গ্রীষ্মকালে তাপের মাত্রা বাড়তে পারে এবং ফোনগুলিকে দীর্ঘক্ষণ সরাসরি সূর্যের নিচে রেখে দিলে সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে।
আরও পড়ুন- অ্যান্ড্রয়েড স্মার্টফোন হারালেও আর চিন্তা নেই, কোথায় আছে বলে দেবে জি-মেল আইডি
পকেটে ফোন রাখা এড়িয়ে চলা
যাঁরা বাইরে রোদে ঘুরছেন এবং প্যান্টের পকেটে ফোন রাখেন, সেক্ষেত্রে শরীরের তাপমাত্রা ডিভাইসের হার্ডওয়্যারের সঙ্গে মিলে আরও বেড়ে যেতে পারে। এটি এমন একটি পকেটে রাখা উচিত যাতে ফোনটি শরীরের তাপের সংস্পর্শে না আসে।
চার্জ করার সময় সতর্ক থাকা
ফোনের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ব্যাটারি ফুরিয়ে যাওয়ার প্রবণতা থাকে। ডিভাইসটিকে অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচাতে একবারে না করে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যেতে পারে।
ফোন গাড়িতে না রাখা: এমনটা বলার অপেক্ষা রাখে না যে গাড়িতে ফোন রাখলে তা থেকে বড় বিপর্যয় ঘটতে পারে। বিশেষ করে যদি গাড়ি সূর্যালোকে পার্ক করা হয়।
আরও পড়ুন- ট্রাফিক পুলিশ কখনই এই ৫ ক্ষেত্রে চালান দেয় না, জেনে রাখুন নিয়ম
ফোন বন্ধ রাখা: যদি সাময়িক বিরতি নিতে হয় তবে সবচেয়ে ভাল হবে এটিকে কিছুক্ষণ বন্ধ করে রাখা৷ আজকাল অনেকেই তাঁদের ফোন ছাড়া কাজ করতে পারেন না এবং এটি বেশিরভাগ ক্ষেত্রেই সত্যি দরকার। তবুও প্রতিদিন ১৫-২০ মিনিট ফোন ব্যবহার থেকে বিরতি নেওয়া উচিত।