এখন রিজার্ভ ব্যাঙ্ক যেহেতু পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছে, তাই ২৯ ফেব্রুয়ারির পর চালকরা আর পেটিএম ফাস্ট্যাগ রিচার্জ করতে পারবেন না। আর ফাস্ট্যাগ কাজ না করলে টোলে গাড়ির মালিককে নগদ জরিমানা হিসেবে দ্বিগুণ টাকা গুণতে হবে। পেটিএমের ফাস্ট্যাগ ২০২৪-এর ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করবে। ইউজাররা রিচার্জও করতে পারবেন।
advertisement
২৯ ফেব্রুয়ারির পর পেটিএম ফাস্ট্যাগে যে ব্যালেন্স পড়ে থাকবে তা দিয়ে টোল মেটানো যাবে, কিন্তু আর রিচার্জ করা যাবে না। আর ফাস্ট্যাগ পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কের সঙ্গে পোর্টও করা যাবে না। তাই নতুন ব্যাঙ্ক থেকে ফাস্ট্যাগ নিয়ে নেওয়াই ভাল।
বৃহস্পতিবার পেটিএমের প্রেসিডেন্ট এবং সিওও ভবেশ গুপ্তাকে উদ্ধৃত করে সংস্থা জানিয়েছে, ‘পেটিএম অ্যাপ ইউজারদের একগুচ্ছ পণ্য অফার করে। ফাস্ট্যাগের মতো কিছু পণ্য ইতিমধ্যেই অন্যান্য ব্যাঙ্ক মারফত বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।
দীর্ঘদিন ধরে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের কমপ্লায়েন্স ইস্যুতে একাধিক অভিযোগ আসছিল রিজার্ভ ব্যাঙ্কের কাছে। যার পরে আরবিআই এই কঠোর পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, ২০২৪-এর ২৯ ফেব্রুয়ারির পর কোনও গ্রাহক পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং প্রিপেডে টপ আপ করতে পারবেন না। যদিও এই সময়ের পর ফাস্ট্যাগ আইডিগুলির কী হবে, তা নিয়ে কোনও মন্তব্য করেনি পেটিএম। তবে গ্রাহকদের ‘কার্যকর সমাধান’-এর প্রতিশ্রুতি দিয়েছে তারা। যদিও ঘটনা হল, নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেলে পেটিমের ফাস্ট্যাগ অ্যাকাউন্ট বা আইডি অকেজো হয়ে যাবে। ব্যালেন্স ট্রান্সফার করা যাবে না- যদি না এই সময়ের মধ্যে বড় কোনও পরিবর্তন হয়।