নোট বাতিলের পর সাধারণ মানুষকে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করার জন্য একের পর এক নতুন অ্যাপ লঞ্চ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপটি হল ভীম অ্যাপ ৷ এরই মধ্যে প্রায় এক কোটিরও বেশি মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছেন ৷ অল্পদিনের মধ্যেই মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই অ্যাপটি ৷
advertisement
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জানিয়েছে, এবার অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করে এই অ্যাপের মাধ্যমে সহজে ও দ্রুত লেনদেন করতে পারবেন ব্যবহারকারীরা ৷
iOS প্ল্যাটফর্মে এবার যোগ হল ভীম অ্যাপ ৷ এর জেরে ১০০ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে এই অ্যাপ ৷ ফলে আরও মানুষ ডিজিটাল লেনদেন করতে পারবেন ৷ গুগল প্লে স্টোর ও অ্যাপেল স্টোরে ডাউনলোড চার্টে সবার উপরে রয়েছে এই অ্যাপ ৷ আপাতত অ্যাপটি ইংরেজি ও হিন্দিতে পাওয়া যাবে অ্যান্ড্রয়ড ফোনের জন্য ৷