এবার পড়ুয়াদের ক্যামেরা অফ থাকলেও তা অন করে শিক্ষকরা দেখতে পারবেন তাঁর পড়ুয়ারা কী করছে। এর জন্য ওই পড়ুয়া ঘুনাক্ষরেও টের পাবে না যে তার শিক্ষক তার উপর নজরদারি চালাচ্ছে। এমনকী ক্যামেরা অন করা হলেও তা বুঝতে পারবে না পড়ুয়ারা। নতুন এই ফিচার্স পাওয়ার জন্য বেশ কয়েকটি কাজ করতে হবে।
advertisement
এই সুবিধা পাওয়ার জন্য Zoom ডেস্কটপ ব্যবহার করতে হবে। windows-এর ক্ষেত্রে ভার্সন ৫.৭.৩-এর অধিক হতে হবে এবং ম্যাক OS-এর ক্ষেত্রে ভার্সন ৫.৭.৩ এর অধিক হতে হবে।
কীভাবে ব্যবহার করতে হবে?
প্রথমে Zoom পোর্টালে গিয়ে অ্যাডমিন হিসেবে রেজিস্টার করতে হবে। তারপর নেভিগেশন ট্যাবে গিয়ে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অপশনে এবং তারপর অ্যাকাউন্ট সেটিংস অপশনে ক্লিক করতে হবে। এরপর মিটিং ট্যাবে ক্লিক করতে হবে। মিটিং ট্যাবের অধীনে ফোকাস মোড অন করতে হবে। এরপর একটি ভেরিফিকেশন ট্যাব আসবে। সেখানে ভেরিফাই করার পর ফোকাস মোড অন হবে।
হোস্ট হিসেবেও ফোকাস মোড এনেবেল বা ডিসেবল করা সম্ভব। তার জন্য কোনও একটি মিটিং হোস্ট হিসেবে শুরু করার পর মিটিং টুলবারে ক্লিক করতে হবে, সেখান থেকে ফোকাস মোড অপশনে ক্লিক করলেই চালু হয়ে যাবে নতুন ফিচারটি।
এই মোডটি একজন বা একাধিক জনের উপর প্রয়োগ করা হবে। সেক্ষেত্রে যাঁকে বা যাঁদের ফোকাস করা হবে তাঁদের ডিসপ্লে হবে হোস্ট বা অ্যাডমিনের স্ক্রিনের একদম উপরে। ফোকাস মোড চালু হলেই একটি আইকন দেখা যাবে। যেখানে ওই লিঙ্কের অংশগ্রহণকারীরা সকলেই বুঝতে পারবে যে ফোকাস মোড অন আছে।