TRENDING:

Yearender 2022: পর্নস্টার মার্টিনি থেকে ব্রহ্মাস্ত্র! বছরসেরা গুগল সার্চে আরও যা আছে জানলে চমকে উঠবেন

Last Updated:

বিগত অনেক বছরের মতোই এবারেও গুগল ‘ইয়ার ইন সার্চ ২০২২’ বছরের সবচেয়ে জনপ্রিয় সার্চের তালিকা প্রকাশ করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমাদের যখনই কোনও অজানা তথ্য জানার প্রয়োজন হয় বা কোনও বিষয় সম্পর্কে আমরা কৌতূহল অনুভব করি তখন গুগলই আমাদের অন্যতম সহায়। ঠিক এই ভাবেই সারা দেশ এমনকী বিশ্বজুড়ে বহু মানুষই আজকাল গুগলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। সেই থেকেই গুগল প্রতি বছরের শেষে কিছু সেরা সার্চের তালিকা প্রকাশ করেন। চলচ্চিত্র থেকে শুরু করে ব্যক্তিত্ব বা কোনও ঘটনা বা খেলাধুলোর কোনও খবর বা বিশেষ কোনও ছবি- সবই রয়েছে এই সেরা সার্চের তালিকায়। বিগত অনেক বছরের মতোই এবারেও গুগল ‘ইয়ার ইন সার্চ ২০২২’ বছরের সবচেয়ে জনপ্রিয় সার্চের তালিকা প্রকাশ করেছে।
advertisement

২০২২ অন্যান্য বছরের তুলনায় অনেকটাই আলাদা। কেন না, এই বছরেই আমরা কোভিডের পর আবার নতুন করে ঘরের বাইরে পা ফেলেছি, বিভিন্ন ভাবে আমরা নিজেদের কোভিডের পূর্বের জীবনযাত্রায় ফিরে যাওয়ার চেষ্টা করেছি।

বছরের শেষে এবারে ফিরে তাকানোর পালা- সারা বছর ধরে আমাদের দেশের জনগণকে ঠিক কোন কোন বিষয় বা ঘটনা ব্যস্ত রেখেছিল, তা জেনে নেওয়া যাক।

advertisement

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

২০২২ সালে যে ১০টি বিষয়ে নেটাগরিকরা সবচেয়ে বেশি গুগল করেছে-

১। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

২। CoWIN

৩। ফিফা বিশ্বকাপ

৪। এশিয়া কাপ

৫। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ

advertisement

৬। ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা

৭। e-SHRAM কার্ড

৮। কমনওয়েলথ গেমস

৯। কে. জি. এফ.: চ্যাপ্টার ২

১০। ইন্ডিয়ান সুপার লিগ

২০২২ সালে যে ১০টি ঘটনার খবর নেটাগরিকরা সবচেয়ে বেশি গুগল করেছে-

১। লতা মঙ্গেশকরের মৃত্যু সংবাদ

২। সিধু মুস ওয়ালার মৃত্যু সংবাদ

৩। রাশিয়া ইউক্রেন যুদ্ধ

৪। উত্তরপ্রদেশের নির্বাচনের ফলাফল

advertisement

৫। ভারতে কোভিড- ১৯ কেস

৬। শেন ওয়ার্নের মৃত্যু সংবাদ

৭। রানি এলিজাবেথের মৃত্যু সংবাদ

৮। গায়ক কে কে-র মৃত্যু সংবাদ

৯। হর ঘর তিরঙ্গা

১০। বাপ্পি লাহিড়ীর মৃত্যু সংবাদ

২০২২ সালে গুগল করে নেটাগরিকরা যে ১০টি বিষয়ের অর্থ জানতে চেয়েছিলেন-

১। অগ্নিপথ স্কিম

২। NATO

৩। NFT

advertisement

৪। PFI

৫। ৪-এর বর্গমূল

৬। সারোগেসি

৭। সূর্যগ্রহণ কাকে বলে

৮। ৩৭০ ধারা

৯। মেটাভার্স

১০। মায়োসাইটিস

আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

২০২২ সালে গুগল করে নেটাগরিকরা যে ১০টি বিষয় সম্পন্ন করার পদ্ধতি জানতে চেয়েছিলেন-

১। কীভাবে PTRC চালান ডাউনলোড করা হয়?

২। কীভাবে পর্নস্টার মার্টিনি পান করতে হয়?

৩। কীভাবে e-SHRAM কার্ড বানাতে হয়?

৪। কীভাবে প্রেগনেন্সি মোশন বন্ধ করতে হয়?

৫। কীভাবে ভোটার আইডিকে আধারের সঙ্গে লিঙ্ক করতে হয়?

৬। কীভাবে বানানা ব্রেড বানাতে হয়?

৭। কীভাবে অনলাইনে আইটিআর ফাইল করতে হয়?

৮। কীভাবে ভ্যাকসিনের সার্টিফিকেট ডাউনলোড করতে হয়?

৯। ছবিতে কীভাবে হিন্দিতে লিখতে হয়?

১০। কীভাবে Wordle খেলতে হয়

২০২২ সালে ১০টি সর্বাধিক গুগল সার্চ করা রেসিপি-

১। পনির পসন্দা

২। মোদক

৩। সেক্স অন দ্য বিচ

৪। চিকেন স্যুপ

৫। মালাই কোফতা

৬। পর্নস্টার মার্টিনি

৭। পিৎজা মার্গারিটা

৮। প্যানকেক

৯। পনির ভুর্জি

১০। আনারস

২০২২ সালে যে ১০টি খেলার খবর নেটাগরিকরা সবচেয়ে বেশি বার গুগল করেছে-

১। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

২। ফিফা বিশ্বকাপ

৩। এশিয়া কাপ

৪। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ

৫। কমনওয়েলথ গেমস

৬। ইন্ডিয়ান সুপার লিগ

৭। প্রো কাবাডি লীগ

৮। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ

৯। অস্ট্রেলিয়ান ওপেন

১০। উইম্বলডন

২০২২ সালের ১০টি সবচেয়ে বেশি বার গুগলে সার্চ করা সিনেমা-

১। ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা

২। কে. জি. এফ: চ্যাপ্টার ২

৩। কাশ্মীর ফাইল

৪। আরআরআর

৫। কান্তারা

৬। পুষ্পা: দ্য রাইজ

৭। বিক্রম

৮। লাল সিং চাড্ডা

৯। দৃশ্যম

১০। থর: লাভ অ্যান্ড থান্ডার

২০২২ সালে ‘নিয়ার মি’ বা আমার কাছাকাছি স্থান যা সবচেয়ে বেশি বার সার্চ করা হয়েছে-

১। কাছাকাছি কোভিড ভ্যাকসিন সেন্টার

২। কাছাকাছি সুইমিং পুল

৩। কাছাকাছি ওয়াটার পার্ক

৪। কাছাকাছি সিনেমা হল

৫। কাছাকাছি খোলা রেস্তোরাঁ

৬। কাছাকাছি মল

৭। কাছাকাছি মেট্রো স্টেশন

৮। কাছাকাছি RT-PCR ল্যাব

৯। কাছাকাছি পোলিও ড্রপ সেন্টার

১০। কাছাকাছি ভাড়া বাড়ি

২০২২ সালের ১০ সর্বাধিক সার্চ করা সেলিব্রিটি-

১। নূপুর শর্মা

২। দ্রৌপদী মুর্মু

৩। ঋষি সুনক

৪। ললিত মোদি

৫। সুস্মিতা সেন

৬। অঞ্জলি অরোরা

৭। আবদু রোজিক

৮। একনাথ শিন্ডে

৯। প্রবীণ তাম্বে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

১০। অ্যাম্বার হার্ড

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Yearender 2022: পর্নস্টার মার্টিনি থেকে ব্রহ্মাস্ত্র! বছরসেরা গুগল সার্চে আরও যা আছে জানলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল