ডাবলুএবেটাইনফো-এর রিপোর্টে বলা হয়েছে যে WhatsApp অ্যাপটির সেটিং পেজের নিচে WhatsApp by Facebook দেখা গেলেও, বেটা ভার্সনে এই লেখাটি আর দেখা যাবে না। এই নামটির পরিবর্তন হয়ে WhatsApp by Meta এই লেখাটি দেখা যাবে। অ্যান্ড্রয়েড (Android) ফোনে এই পরিবর্তন আগামী সপ্তাহ থেকেই দেখা যাবে। আগামী দিনে আইওএস (iSO) ফোনেও এই পরিবর্তন লক্ষ্য করা যাবে। আইওএস বেটার ক্ষেত্রে স্প্ল্যাশ স্ক্রিনে কিছু সমস্যা দেখা দিলেও, সেই সমস্যা মিটিয়ে খুব তাড়াতাড়ি এই পরিবর্তন করা হবে।
advertisement
আরও পড়ুন - WhatsApp Pay Cashback Offer: ১ টাকা পাঠা্ন আর পেয়ে যান ৫১ টাকার ক্যাশব্যাক, জেনে নিন কীভাবে
ফেসবুকের তরফে তাদের কোম্পানির নাম পরিবর্তন করে করা হয়েছে Meta। সেই সময় কোম্পানির তরফে জানানো হয়েছিল যে তাদের নিজস্ব অন্যান্য অ্যাপ, যেমন ফেসবুক, ইন্সটাগ্রাম (Instagram), মেসেঞ্জার (Messenger), WhatsApp-এর নাম একই থাকবে। কিন্তু এখন ডাবলুএবেটাইনফো-এর রিপোর্টে বলা হয়েছে যে WhatsApp-এর ক্ষেত্রে কিছু পরিবর্তন করা হতে পারে। ফেসবুক তাদের কোম্পানির নাম পরিবর্তন করে সৃষ্টি করতে চলেছে এক নতুন মেটাভার্স (Metaverse)। নতুন এই মেটাভার্স সৃষ্টি করতে সাহায্য করবে Meta। মেটাভার্স হল এমনই একটি ভার্চুয়াল পরিবেশ, যা বিভিন্ন ডিভাইজের মাধ্যমে ইউজাররা ব্যবহার করতে পারবে। এটি এমনই মাধ্যম যেখানে ব্যবহার করা হবে থ্রিডি প্রযুক্তি।
ফেসবুকের কোম্পানির নাম পরিবর্তনের মাধ্যমে তাদের নতুন মেটাভার্স কতটা জনপ্রিয় হতে চলেছে, সেটা সময়ই বলবে। কিন্তু এর ফলে WhatsApp-এর কিছু পরিবর্তন হবে। WhatsApp by Meta এই নামটির মাধ্যমে ইউজারদের কাছে নতুন ভাবে আত্মপ্রকাশ করবে WhatsApp। পাশাপাশি, WhatsApp বর্তমানে তাদের ইউজারদের জন্য নিয়ে আসছে বিভিন্ন ধরনের ফিচার। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন করে, ইউজারদের কাছে উন্নত পরিষেবা এবং উন্নত ফিচার পৌঁছে দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য।
