TRENDING:

WhatsApp Tips and Tricks: ব্লক না করে কীভাবে ঠেকানো যায় অবাঞ্ছিত মেসেজ আসা WhatsApp-এ, জেনে নিন

Last Updated:

WhatsApp Tips and Tricks: ছোট্ট একটা ট্রিক কিন্তু আমাদের সমস্যার হাত থেকে মুক্তি দিতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
WhatsApp বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। প্রতিদিন লক্ষ লক্ষ ব্যবহারকারী WhatsApp-এ নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করছেন। তবে WhatsApp-এ প্রায়শই আমাদের এমন কিছু ব্যক্তিদের সম্মুখীন হতে হয় যাদের সঙ্গ আমাদের ভাল লাগে না। আবার সরাসরি তাদের ব্লক করারও উপায় নেই। এই অবস্থায় ছোট্ট একটা ট্রিক কিন্তু আমাদের সমস্যার হাত থেকে মুক্তি দিতে পারে।
advertisement

পূর্বে ব্যবহারকারীরা আর্কাইভ করা চ্যাটে মেসেজ অ্যালার্ট পেতেন। কিন্তু এখন WhatsApp আর্কাইভের সমস্ত নোটিফিকেশন অদৃশ্য করে রাখে।

তাই যাঁরা কোনও কন্ট্যাক্টকে আর্কাইভ করবেন, তাঁরা আর সেই সমস্ত নম্বর থেকে প্রাপ্ত মেসেজ বা কল দেখতে পাবেন না। এর জন্য আমাদের WhatsApp-এ বেশ কিছু সেট আপ অ্যাপ্লাই করতে হবে।

  • প্রথমে অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে WhatsApp আপডেট করতে হবে
  • advertisement

  • অ্যাপ খোলার পর আর্কাইভ করতে চাওয়া নম্বরটি সার্চ করতে হবে

  • কন্ট্যাক্ট নম্বরের ওপর দীর্ঘক্ষণ প্রেস করে রাখতে হবে

  • এবারে আর্কাইভ অপশনে ক্লিক করতে হবে

  • নম্বরটি আর্কাইভ হিসেবে সেভ হয়ে যাবে
  • advertisement

  • আমরা ইচ্ছে হলে আর্কাইভে গিয়ে নোটিফিকেশনগুলিও পড়ে দেখতে পারি

  • এরপরেও যদি কাজ না হয় তাহলে ব্যবহারকারীরা সহজেই নম্বরটি ব্লক করতে পারবেন

আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

advertisement

এছাড়া দেখে নেওয়া যাক WhatsApp-এ কন্ট্যাক্ট নম্বর ব্লক করার পদ্ধতি

  • প্রথমে অ্যাপটি খুলতে হবে

  • ব্লক করতে চাওয়া নম্বরটি সার্চ করতে হবে

  • ব্যক্তির নামের উপর ক্লিক করতে হবে

  • নিচে স্ক্রল করে ব্লক অপশনে ক্লিক করতে হবে
  • advertisement

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

আবার ব্লক না করেই WhatsApp-এ মেসেজ এড়িয়ে যাওয়ার আরেকটি উপায়ও রয়েছে-

  • এর জন্য প্রথমে অ্যাপ খুলতে হবে

  • অ্যাপটি খোলার পরে কন্ট্যাক্ট নম্বরে দীর্ঘসময় ধরে প্রেস করে রাখতে হবে

  • মিউট অপশনে ক্লিক করতে হবে

  • WhatsApp ব্যবহারকারীদের ৮ ঘন্টা, ১ সপ্তাহ বা সর্বদাই চ্যাট মিউট করার অপশন দেবে

  • কাউকে সর্বক্ষণের জন্য মিউট করতে হলে অলওয়েজ অপশনে ক্লিক করতে হবে।

  • ব্যবহারকারীরা যে কোনও সময় সেটিং পরিবর্তন করে নিজেদের ইচ্ছে অনুযায়ী কন্ট্যাক্ট নম্বরের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
  • সেরা ভিডিও

    আরও দেখুন
    শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
    আরও দেখুন

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp Tips and Tricks: ব্লক না করে কীভাবে ঠেকানো যায় অবাঞ্ছিত মেসেজ আসা WhatsApp-এ, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল