এক নজরে দেখে নেওয়া যাক কী ভাবে এই স্টিকার ব্যবহার করা যাবে!
স্টেপ ১ - প্রথমেই নিজেদের ফোনের Google Play Store খুলতে হবে। এবার সেখানে 'নবরাত্রি ২০২১ WhatsApp স্টিকারস' (Navratri 2021 WhatsApp Stickers) লিখে সার্চ করতে হবে। iPhone ইউজাররা Apple's App Store থেকে এটি ডাউনলোড করতে পারবে।
স্টেপ ২ - এর পর স্টিকার প্যাক অ্যাপস (Sticker Pack Apps) সিলেক্ট করতে হবে। এখানে যার যেটা পছন্দ সেই অনুযায়ী সিলেক্ট করতে হবে। এর পর ইন্সটল বাটন ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ ৩ - স্টিকার অ্যাপ ইন্সটল হয়ে গেলে সেটা খুলে 'ওপেন স্টিকার প্যাক' (Open Stickers Packs) অপশনটি ক্লিক করতে হবে।
স্টেপ ৪ - সেখানেই নবরাত্রি ২০২১ WhatsApp স্টিকারস-এর লিস্ট দেখা যাবে। নিজেদের পছন্দ মতো স্টিকার বেছে নিয়ে 'প্লাস' (Plus) আইকনে ক্লিক করতে হবে। যেটা প্রত্যেকটি স্টিকারের ডানদিকে রয়েছে।
আরও পড়ুন - এই অ্যাপগুলি আপনার ফোনে নেই তো? তথ্য চুরি হতে পারে কিন্তু!
স্টেপ ৫ - সেই অ্যাপে নানা ধরনের অপশন দেখা যাবে। ইউজাররা নিজেদের পছন্দ মতো সেই স্টিকার ব্যবহার করতে পারবে। ইউজাররা WhatsApp বা Telegram যেখানে খুশি সেই স্টিকার ব্যবহার করতে পারবে।
স্টেপ ৬ - এবার 'অ্যাড' (Add) অপশনে ক্লিক করলেই সেই স্টিকার প্যাকের সব স্টিকার সেকশন WhatsApp-এর মধ্যেই দেখা যাবে।
এক নজরে দেখে নেওয়া যাক কী ভাবে জিআইএফ (GIFs) এর ব্যবহার করা যাবে!
স্টেপ ১ - প্রথমেই WhatsApp এর সেই চ্যাট অপশন খুলতে হবে, যেখানে শেয়ার করতে চান জিআইএফ।
স্টেপ ২ - এবার স্টিকার আইকন ক্লিক করতে হবে। এটি চ্যাট বারের ডানদিকে রয়েছে।
স্টেপ ৩ - এবার জিআইএফ অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন - Amazon Great Indian Festival Sale: অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে সেরা ফিটনেস ব্যান্ড
স্টেপ ৪ - সার্চ বারে টাইপ করতে হবে নবরাত্রি ২০২১।
স্টেপ ৫ - এবার নিজেদের পছন্দ অনুযায়ী জিআইএফ বেছে নিয়ে সেন্ড আইকনে ক্লিক করতে হবে।