TRENDING:

Smartwatches For Kids: উৎসবের মরসুমে সেরা উপহার, বাচ্চাদের জন্য বিশেষ ভাবে তৈরি এই স্মার্টওয়াচ রাখবে স্বাস্থ্যেরও খেয়াল

Last Updated:

Wearables For Kids: স্বাস্থ্য সংক্রান্ত ফিচারগুলোর জন্য এই ধরনের ঘড়িগুলো খুবই জনপ্রিয়তা অর্জন করেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বাজারে আনা হয়েছে বিভিন্ন ধরনের স্মার্টওয়াচ। অত্যাধুনিক সুযোগ সুবিধাযুক্ত এই ধরনের ঘড়িগুলোর বেশ কয়েকটা আবার বাচ্চাদের কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হয়েছে (Wearables For Kids)। ফিটনেস ট্র্যাকার যুক্ত এই স্মার্টওয়াচের দামও খুব বেশি নয়। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের ফিচার এর মধ্যে রয়েছে। উন্নত টেকনোলজির সঙ্গে সঙ্গে এই ধরনের স্মার্টওয়াচগুলোতে হেলথ ফোকাসড ফিচার যুক্ত করা হয়েছে।
advertisement

ফিটনেস ট্র্যাকার শরীরের দিকে বিশেষ নজর রাখে, এর ফলে তরুণ প্রজন্ম তাদের শরীরের দিকে খুব সহজেই নজর রাখতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত ফিচারগুলোর জন্য এই ধরনের ঘড়িগুলো (Wearables For Kids) খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। এক নজরে দেখে নেওয়া যাক এই ধরনের কয়েকটি স্মার্টওয়াচ!

WatchOut Next- Gen Kids Watch - ভারতের বাজারে এই ঘড়িটির দাম প্রায় ১০,৯৯৯ টাকা। এটি পাওয়া যাচ্ছে ওয়াচআউট (WatchOut) এর ওয়েবসাইটে। এই ঘড়িটি ফ্রন্ট ক্যামেরা ও ৫৮০ এমএএইচ (mAh) ব্যাটারি যুক্ত। এই স্মার্টওয়াচটি বাচ্চাদের জন্য বিশেষভাবে তৈরি।

advertisement

Fitbit Ace 2 - ভারতের বাজারে এই ঘড়িটির দাম প্রায় ১১,৯৩৯ টাকা। এই স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে অনলাইনে Amazon ইন্ডিয়াতে। ফিটনেস ট্র্যাকার যুক্ত এই স্মার্টওয়াচটি ওয়াটার প্রুফ। বাচ্চারা খুব সহজেই এটা পরে পুল পার্টি করতে পারবে। এটি এক টানা ৫ দিন পর্যন্ত চলবে।

Pebble Cosmos - ভারতের বাজারে এই ঘড়িটির দাম প্রায় ৪,২৯৯ টাকা। এই স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে অনলাইনে Amazon ইন্ডিয়াতে। ২৪ ঘণ্টা ফিটনেস ট্র্যাকার যুক্ত এই স্মার্টওয়াচটিতে এসপিও২ (SpO2) সেন্সর রয়েছে। ১.৭ ইঞ্চির এই ঘড়িটিতে রয়েছে বিভিন্ন ধরনের স্পোর্টস মোড- ওয়াকিং (Walking), সাইক্লিং (Cycling), রানিং (Running), স্কিপিং (Skipping), ব্যাডমিন্টন (Badminton), বাস্কেটবল (Basketball), ফুটবল (Football) ইত্যাদি।

advertisement

Boat Storm - ভারতের বাজারে এই ঘড়িটির দাম প্রায় ২,৯৯৯ টাকা। এই স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে Boat's-এর অফিসিয়াল ওয়েবসাইটে। ২১০ এমএএইচ ব্যাটারি যুক্ত এই ঘড়িটিতে রয়েছে ৪.২ ব্লুটুথ (Bluetooth) কানেক্টিভিটি। ৫ এটিএম (ATM)-এর ওয়াটার প্রুফ এই ঘড়িটি একটানা ১০ দিন পর্যন্ত চলবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

GOQii Smart Vital Junior - ভারতের বাজারে এই ঘড়িটির দাম প্রায় ৪,৮৯৯ টাকা। এই স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে অনলাইনে Amazon ইন্ডিয়াতে। এই ঘড়িটিতে রয়েছে এসপিও২ সেন্সর, বডি টেম্পারেচর মনিটরের (Body Temperature Monitor) মতো আধুনিক ফিচার। এই ঘড়িটি একটানা ৭ দিন চলবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smartwatches For Kids: উৎসবের মরসুমে সেরা উপহার, বাচ্চাদের জন্য বিশেষ ভাবে তৈরি এই স্মার্টওয়াচ রাখবে স্বাস্থ্যেরও খেয়াল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল