TRENDING:

Amazon Prime-এর মেম্বারশিপে ৬০ শতাংশ ছাড় পেতে পারেন ইউজাররা, কীভাবে ? দেখে নিন সেই উপায়

Last Updated:

Amazon তাদের এই প্রাইম মেম্বারশিপের দুর্দান্ত অফার নিয়ে এসেছে কমবয়সী যুবক-যুবতীদের কথা মাথায় রেখে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Amazon Prime Membership: জনপ্রিয় ই-কমার্স সংস্থা Amazon তাদের ইউজারদের জন্য নিয়ে এসেছে নতুন এক অফার। জনপ্রিয় ই-কমার্স সংস্থা Amazon আসন্ন ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ঘোষণা করেছে একটি দুর্দান্ত অফারের। জনপ্রিয় ই-কমার্স সংস্থা Amazon তাদের Prime Membership-এর জন্য ঘোষণা করেছে সেই দারুণ অফার। আসন্ন ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ১৮ বছর থেকে ২৪ বছর বয়সীদের জন্য প্রাইম মেম্বারশিপের ক্ষেত্রে প্রায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। জনপ্রিয় ই-কমার্স সংস্থা Amazon তাদের এই প্রাইম মেম্বারশিপের দুর্দান্ত অফার নিয়ে এসেছে কমবয়সী যুবক-যুবতীদের কথা মাথায় রেখে।
advertisement

১৮ বছর থেকে ২৪ বছর বয়সীরা জনপ্রিয় ই-কমার্স সংস্থা Amazon-এর প্রাইম মেম্বারশিপের ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় পাবে। এছাড়াও তারা যদি সমবয়সী অন্যদের Amazon-এর প্রাইম মেম্বারশিপের জন্য রেফার করে তাহলে আরও সুবিধা পেতে পারে। এক্ষেত্রে অন্য যাকে রেফার করা হয়েছে সে যদি Amazon-এর প্রাইম মেম্বারশিপ গ্রহণ করে, তাহলে যে তাকে রেফার করেছে সে ১৫ দিনের জন্য বিনামূল্যে Amazon Prime Membership-এর সুবিধা গ্রহণ করতে পারবে। যে নতুন Amazon-এর প্রাইম মেম্বারশিপ গ্রহণ করেছে সে ৫০ শতাংশ ছাড়ের বদলে পেয়ে যাবে প্রায় ৬০ শতাংশ ছাড়। সুতরাং আসন্ন ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ১৮ বছর থেকে ২৪ বছর বয়সীরা Amazon-এর প্রাইম মেম্বারশিপ গ্রহণ করতে পারে প্রায় ৬০ শতাংশ ছাড়ে।

advertisement

আরও পড়ুন - ভারতে ফের নিষিদ্ধ হচ্ছে ৫৪টি চিনা অ্যাপ! তালিকায় রয়েছে বিখ্যাত গেম, দেখে নিন তালিকা

জনপ্রিয় ই-কমার্স সংস্থা Amazon তাদের এই Prime Membership-এর অফার নিয়ে এসেছে শুধুমাত্র ১৮ বছর থেকে ২৪ বছর বয়সীদের জন্য। জনপ্রিয় ই-কমার্স সংস্থা Amazon-এর অফারের মাধ্যমে ১৮ বছর থেকে ২৪ বছর বয়সীরা Amazon-এর প্রাইম মেম্বারশিপের সুবিধা গ্রহণ করতে পারবে মাসিক ১৭৯ টাকার বদলে ৭১ টাকায়। একই ভাবে তারা ৩ মাসের এবং ৯ মাসের ক্ষেত্রেও বিশেষ ছাড় গ্রহণ করতে পারবে। Amazon-এর নতুন প্রাইম মেম্বারশিপ অফারের ফলে ১৮ বছর থেকে ২৪ বছর বয়সীরা ৩ মাসের সাবস্ক্রিপশন পেয়ে যাবে ১৮৩ টাকায় এবং ৯ মাসের সাবস্ক্রিপশন পেয়ে যাবে প্রায় ৫৯৯ টাকায়।

advertisement

আরও পড়ুন - সাবধান! ফোন টেক্সট স্ক্যাম নিয়ে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে, ডিলিট করা উচিত ম্যালওয়ার

জনপ্রিয় ই-কমার্স সংস্থা Amazon-এর এই নতুন Prime Membership অফার পাওয়ার জন্য ওপেন করতে হবে Amazon অ্যাপ। সেখানে গিয়ে নিজেদের বয়সের প্রমাণ দিলেই পাওয়া যাবে Amazon-এর এই নতুন প্রাইম মেম্বারশিপ অফারে প্রায় ৬০ শতাংশ ছাড়।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Amazon Prime-এর মেম্বারশিপে ৬০ শতাংশ ছাড় পেতে পারেন ইউজাররা, কীভাবে ? দেখে নিন সেই উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল