TRENDING:

Amazon Prime-এর মেম্বারশিপে ৬০ শতাংশ ছাড় পেতে পারেন ইউজাররা, কীভাবে ? দেখে নিন সেই উপায়

Last Updated:

Amazon তাদের এই প্রাইম মেম্বারশিপের দুর্দান্ত অফার নিয়ে এসেছে কমবয়সী যুবক-যুবতীদের কথা মাথায় রেখে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Amazon Prime Membership: জনপ্রিয় ই-কমার্স সংস্থা Amazon তাদের ইউজারদের জন্য নিয়ে এসেছে নতুন এক অফার। জনপ্রিয় ই-কমার্স সংস্থা Amazon আসন্ন ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ঘোষণা করেছে একটি দুর্দান্ত অফারের। জনপ্রিয় ই-কমার্স সংস্থা Amazon তাদের Prime Membership-এর জন্য ঘোষণা করেছে সেই দারুণ অফার। আসন্ন ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ১৮ বছর থেকে ২৪ বছর বয়সীদের জন্য প্রাইম মেম্বারশিপের ক্ষেত্রে প্রায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। জনপ্রিয় ই-কমার্স সংস্থা Amazon তাদের এই প্রাইম মেম্বারশিপের দুর্দান্ত অফার নিয়ে এসেছে কমবয়সী যুবক-যুবতীদের কথা মাথায় রেখে।
advertisement

১৮ বছর থেকে ২৪ বছর বয়সীরা জনপ্রিয় ই-কমার্স সংস্থা Amazon-এর প্রাইম মেম্বারশিপের ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় পাবে। এছাড়াও তারা যদি সমবয়সী অন্যদের Amazon-এর প্রাইম মেম্বারশিপের জন্য রেফার করে তাহলে আরও সুবিধা পেতে পারে। এক্ষেত্রে অন্য যাকে রেফার করা হয়েছে সে যদি Amazon-এর প্রাইম মেম্বারশিপ গ্রহণ করে, তাহলে যে তাকে রেফার করেছে সে ১৫ দিনের জন্য বিনামূল্যে Amazon Prime Membership-এর সুবিধা গ্রহণ করতে পারবে। যে নতুন Amazon-এর প্রাইম মেম্বারশিপ গ্রহণ করেছে সে ৫০ শতাংশ ছাড়ের বদলে পেয়ে যাবে প্রায় ৬০ শতাংশ ছাড়। সুতরাং আসন্ন ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ১৮ বছর থেকে ২৪ বছর বয়সীরা Amazon-এর প্রাইম মেম্বারশিপ গ্রহণ করতে পারে প্রায় ৬০ শতাংশ ছাড়ে।

advertisement

আরও পড়ুন - ভারতে ফের নিষিদ্ধ হচ্ছে ৫৪টি চিনা অ্যাপ! তালিকায় রয়েছে বিখ্যাত গেম, দেখে নিন তালিকা

জনপ্রিয় ই-কমার্স সংস্থা Amazon তাদের এই Prime Membership-এর অফার নিয়ে এসেছে শুধুমাত্র ১৮ বছর থেকে ২৪ বছর বয়সীদের জন্য। জনপ্রিয় ই-কমার্স সংস্থা Amazon-এর অফারের মাধ্যমে ১৮ বছর থেকে ২৪ বছর বয়সীরা Amazon-এর প্রাইম মেম্বারশিপের সুবিধা গ্রহণ করতে পারবে মাসিক ১৭৯ টাকার বদলে ৭১ টাকায়। একই ভাবে তারা ৩ মাসের এবং ৯ মাসের ক্ষেত্রেও বিশেষ ছাড় গ্রহণ করতে পারবে। Amazon-এর নতুন প্রাইম মেম্বারশিপ অফারের ফলে ১৮ বছর থেকে ২৪ বছর বয়সীরা ৩ মাসের সাবস্ক্রিপশন পেয়ে যাবে ১৮৩ টাকায় এবং ৯ মাসের সাবস্ক্রিপশন পেয়ে যাবে প্রায় ৫৯৯ টাকায়।

advertisement

আরও পড়ুন - সাবধান! ফোন টেক্সট স্ক্যাম নিয়ে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে, ডিলিট করা উচিত ম্যালওয়ার

সেরা ভিডিও

আরও দেখুন
একসময়ের বিনোদনকেন্দ্র আজ ভগ্নদশায়, পুরুলিয়ার 'বিধান টকিস' চেনে না এমন কেউ নেই
আরও দেখুন

জনপ্রিয় ই-কমার্স সংস্থা Amazon-এর এই নতুন Prime Membership অফার পাওয়ার জন্য ওপেন করতে হবে Amazon অ্যাপ। সেখানে গিয়ে নিজেদের বয়সের প্রমাণ দিলেই পাওয়া যাবে Amazon-এর এই নতুন প্রাইম মেম্বারশিপ অফারে প্রায় ৬০ শতাংশ ছাড়।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Amazon Prime-এর মেম্বারশিপে ৬০ শতাংশ ছাড় পেতে পারেন ইউজাররা, কীভাবে ? দেখে নিন সেই উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল