কিন্তু এসব অ্যাপ ‘আনইনস্টল’ করে দিলেও ওই অ্যাপ থেকে নিজের অ্যাকাউন্ট মুছে ফেলা হয় না। এটা করা যাবে না কোনও ভাবেই। তাতে পরবর্তীকালে সমস্যা হতে পারে। কিন্তু কী ভাবে মুছে ফেলা যায় নিজের অ্যাকাউন্ট! অনেকেই জানেন না। দেখে নেওয়া যাক জনপ্রিয় কিছু শপিং প্ল্যাটফর্মে নিজের অ্যাকাউন্ট মুছে ফেলার পদ্ধতি।
আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন
advertisement
Amazon, Flipkart, Myntra এবং Meesho থেকে অ্যাকাউন্ট মুছে ফেলার পদ্ধতি জেনে নেওয়া যাক বিস্তারিত—
Flipkart থেকে অ্যাকাউন্ট মুছে ফেলার পদ্ধতি:
প্রথমে মোবাইল নম্বর বা ই-মেইল আইডি দিয়ে নিজের ফ্লিপকার্ট অ্যাকাউন্টে লগইন করতে হবে।
এর পর My Account সেকশনে গিয়ে My Profile-এ ক্লিক করতে হবে।
এখানে Account Settings অপশন দেখা যাবে।
এই পেজের নিচে স্ক্রোল করে নামলে Deactivate your account অপশন পাওয়া যাবে।
Amazon-এর অ্যাকাউন্ট মুছে ফেলার পদ্ধতি:
যে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করতে চান তাতে সাইন ইন করতে হবে।
Amazon অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত পণ্য এবং পরিষেবা কী কী চালু রয়েছে তা আগে পর্যালোচনা করে নিতে হবে। কারণ, একবার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে সেগুলিও আর চালু থাকবে না।
এবার ড্রপ ডাউন মেনু থেকে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার কারণ নির্বাচন করে নিতে হবে।
এরপর সংস্থাকে জানাতে হবে ‘আমি স্থায়ীভাবে আমার অ্যামাজন অ্যাকাউন্ট বন্ধ করতে চাই’, সেই সঙ্গে সমস্ত তথ্য মুছে ফেলা এবং অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
ই-মেলের মাধ্যমে Myntra অ্যাকাউন্ট মুছে ফেলার কৌশল:
প্রথমে ই-মেইল একাউন্ট খুলে নিজের সমস্যা বর্ণনা করে support@myntra.com-এ একটি মেল করতে হবে। এখানেই নিজের অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য Myntra-কে একটি অনুরোধ পাঠাতে হবে।
Meesho-র অ্যাকাউন্ট মুছে ফেলার পদ্ধতি:
প্রথমে নিজের ই-মেল অ্যাকাউন্টে যেতে হবে, যে মেল আইডি-র সঙ্গে Meesho অ্যাকাউন্টটি সংযুক্ত।
তারপর অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করতে হবে help@meesho.com-এ।
আবেদন জানানোর তিন দিনের মধ্যেই অ্যাকাউন্ট মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।