TRENDING:

এবার জিমেল-এও এন্ড-টু-এন্ড এনক্রিপশন! কী কী সুবিধা মিলবে দেখে নিন এক নজরে

Last Updated:

গোপনীয়তা বাড়াতে এবং ইমেল ডেলিভারি আরও নিরাপদ ও সুরক্ষিত করে তুলতে জিমেল-এর জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিয়ে আসছে গুগল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীর্ঘ প্রতীক্ষিত ফিচার এ বার পেতে চলেছে গুগল-এর ইমেল পরিষেবা। গোপনীয়তা বাড়াতে এবং ইমেল ডেলিভারি আরও নিরাপদ ও সুরক্ষিত করে তুলতে জিমেল-এর জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিয়ে আসছে গুগল। ফিচারটি বর্তমানে বিটা সংস্করণে পাওয়া যাচ্ছে। বর্তমানে এটি শুধুমাত্র গুগল ওয়র্কস্পেস এন্টাপ্রাইজ প্লাস, গুগল এডুকেশন প্লাস এডুকেশন স্ট্যান্ডার্ড অর্থাৎ সাধারণ এডুকেশন অ্যাকাউন্টগুলিতেই পাওয়া যায়।
advertisement

গুগল তার সাম্প্রতিক ব্লগ পোস্টে ঘোষণা করেছে, সমস্ত এন্টারপ্রাইজ ব্যবহারকারীরা ২০ জানুয়ারি, ২০২২ পর্যন্ত জি-মেল ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন বিটাতে সাইন আপ করার যোগ্য৷ জি-মেল ওয়েবের জন্য নতুন ‘ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন’ ব্যবহারকারীর ডেটা এবং অ্যাটাচমেন্ট-গুলিকে এনক্রিপ্ট করবে বা অপঠনযোগ্য করে তুলবে৷ যে কোনও তৃতীয় ব্যক্তির কাছে, এমনকি গুগল নিজেও তা পড়তে পারবে না। অর্থাৎ অ্যাটাচমেন্ট-সহ ই-মেলে থাকা ব্যবহারকারীর সমস্ত সংবেদনশীল তথ্য আরও সুরক্ষিত থাকবে।

advertisement

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

গুগল তার ব্লগ পোস্টে উল্লেখ করেছে, ‘জি মেল-এ ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন ব্যবহার করা হলে ইমেলের বডিতে থাকা সমস্ত সংবেদনশীল তথ্য এবং যে কোনও অ্যাটাচমেন্ট গুগল সার্ভারের কাছে দুর্বোধ্য হবে। গ্রাহকেরা এনক্রিপশন কি-এর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন।’

advertisement

কী প্রয়োজন?

জি-মেল ব্যবহারের ক্ষেত্রে এন্ড-টু-এন্ড এনক্রিপশন এটা নিশ্চিত করবে যে ব্যবহারকারীদের ই মেল বার্তা প্রেরক দ্বারা ‘এনক্রিপ্ট’ করা হয়েছে, এবং শুধুমাত্র তাদের ডিভাইসে উদ্দিষ্ট প্রাপক দ্বারা ‘ডিক্রিপ্ট’ করা যাবে। কোনও তৃতীয় ব্যক্তি, সংস্থা এমনকী ই মেল সার্ভার গুগল নিজেও ওই প্রেরিত বার্তা ও অ্যাটাচমেন্টগুলি ডিক্রিপ্ট করতে বা পড়তে পারবে না।

advertisement

আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

গুগল ইতিমধ্যেই গুগল ড্রাইভ, ডকস, শিট, স্লাইড, গুগল মিট, এবং গুগল ক্যালেন্ডার (বিটা)-এ ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন দিতে শুরু করেছে। এখন ওয়ার্কস্পেস-এও এই বৈশিষ্ট্য পাওয়া যাবে। যদিও ব্যক্তিগত ব্যবহারকারীদের আপাতত অপেক্ষা করতে হবে এই ফিচার পাওয়ার জন্য।

advertisement

ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন ফিচারটি শুধুমাত্র সেই সব ব্যবহারকারীরাই পাবেন যাঁরা বিটা ভার্সনে সাইন আপ করবেন। একবার এন্টারপ্রাইজ ব্যবহারকারীরা বিটা প্রোগ্রামে যোগদান করলে, ফিচারটি পাওয়া যাবে, কিন্তু ডিফল্ট হবে না। ডোমেন, সাংগঠনিক ইউনিট এবং গ্রুপ স্তরে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সক্ষম করতে হলে ব্যবহারকারীদের কয়েকটি ধাপ মেনে চলতে হবে— অ্যাডমিন কনসোল > সিকিওরিটি > অ্যাক্সেস অ্যান্ড ডেটা কন্ট্রোল > ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন।

উপরন্তু, যে কোনও মেলে ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন যোগ করতে হলে ব্যবহারকারীরা মেসেজ উইন্ডোর পাশে থাক লক আইকনে ক্লিক করতে পারেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এ ছাড়াও অ্যান্ড্রয়েড এবং আইওএস-এর জন্য ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন আনার ঘোষণাও করে দিয়েছে দিয়েছে গুগল।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার জিমেল-এও এন্ড-টু-এন্ড এনক্রিপশন! কী কী সুবিধা মিলবে দেখে নিন এক নজরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল