TRENDING:

Social Media Tips: ঠিক হ্যাশট্যাগের অভাবে পোস্টে রিচ বাড়ছে না? সাহায্য করবে এই ওয়েবসাইটগুলি

Last Updated:

হ্যাশট্যাগ ছাড়া পোস্ট অনুসন্ধান করা খুবই কঠিন। এই কারণে যাঁরা সাধারণ ট্যাগ ব্যবহার করে পোস্ট করেন, তাঁদের ভিউ কম থাকে এবং তাঁদের হতাশ হতে হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোশ্যাল মিডিয়ায় কোনও খবর, ফটো ভিডিও বা ব্লগ পোস্ট করার সময় বেশিরভাগ লোকেরা ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করেন। হ্যাশট্যাগ ছাড়া পোস্ট অনুসন্ধান করা খুবই কঠিন। এই কারণে যাঁরা সাধারণ ট্যাগ ব্যবহার করে পোস্ট করেন, তাঁদের ভিউ কম থাকে এবং তাঁদের হতাশ হতে হয়। যাঁরা এই একই রকম সমস্যার সম্মুখীন, তাঁদের আর চিন্তা করার কোনও দরকার নেই। কারণ ইন্টারনেটে এমন ৫টি শীর্ষস্থানীয় ওয়েবসাইট রয়েছে, যার মাধ্যমে শীর্ষ ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলি কপি করা যেতে পারে। এছাড়া এখনও পর্যন্ত কতজন তা ব্যবহার করেছেন, তার তথ্যও পাওয়া যাচ্ছে সেখানে। এই হ্যাশট্যাগগুলি ইউজারদের পোস্টের ভিউ বাড়াতে পারে এবং তাঁদের সোশ্যাল মিডিয়ার স্টার করে তুলতে পারে।
advertisement

১) All #Tags

হ্যাশট্যাগ শুধুমাত্র ফটোর জন্য নয়, ভিডিও এবং খবর শেয়ার করার সময়ও প্রয়োজন। all-hastags.com ওয়েবসাইটে, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ট্যাগ দেখা যায়। ইউজাররা নিজের মতো করে সেগুলির যে কোনও একটি কপি এবং পেস্ট করতে পারে। এই ওয়েবসাইটটি সকল ইউজাররা বিনামূল্যে ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

advertisement

২) IQ hashtags

বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভিডিও আপলোড করার সময় ট্যাগ না থাকার কারণে এমনিই সোশ্যাল মিডিয়ায় তা আপলোড করেন। আরও লোকের কাছে পৌঁছানোর জন্য এবং ইউজারদের কাছে অ্যাক্সেসযোগ্য হয়ে ওঠার জন্য হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য ইউজারদের Direct App.iqhastags.com ওয়েবসাইট ভিজিট করতে হবে।

৩) Flick

advertisement

Flick.tech ওয়েবসাইটে ট্যাগ অনুসন্ধান করা ছাড়াও, এটি খুব সহজে বিশ্লেষণ করা যেতে পারে। এতে, ইউজাররা এমন অনেক ট্যাগও দেখতে পাবেন যা ইতিমধ্যেই নিষিদ্ধ। কেউ কেউ অনেক বেশি ট্যাগ ব্যবহার করেন, আবার কেউ কেউ বন্ধ হয়ে যাওয়া ট্যাগও ব্যবহার করে থাকেন। এই কারণে তাঁদের পোস্টের ভিউ বাড়ে না। এই ওয়েবসাইট সেই সমস্যা দূর করবে।

advertisement

আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

৪) Display Purposes

Displaypurposes.com ওয়েবসাইটটি সকল ইউজারদের জন্য বিনামূল্যে উপলব্ধ। এতে ফ্যাশন, টেক, পলিটিকস, শপিং সংক্রান্ত সব ক্যাটাগরির ট্যাগ দেখা যাবে। এইগুলির যে কোনও একটিতে ক্লিক করে, ইউজাররা একবারে তাঁদের সমস্ত ট্যাগ কপি করতে পারেন। এছাড়া মাঝখান থেকেও কপি করা খুব সহজ।

advertisement

৫) Hashtag Stack

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

Hastagstack.com ওয়েবসাইটে সব ট্যাগের সামনে ইউজারদের সংখ্যা দেখা যাবে। মানে এখনও পর্যন্ত কতজন সেই ট্যাগ ব্যবহার করেছেন তা বোঝা যাবে। এটি চেক করার পরে, ইউজাররা সেই অনুযায়ী তা কপি করতে পারেন। এছাড়া ক্যাটাগরি অনুযায়ীও অনেক ট্যাগ দেখা যায়। ইউজাররা নিজেদের পছন্দমতো যে কোনও ট্যাগ কপি করতে পারেন এখানে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Social Media Tips: ঠিক হ্যাশট্যাগের অভাবে পোস্টে রিচ বাড়ছে না? সাহায্য করবে এই ওয়েবসাইটগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল