TRENDING:

কষ্ট করে লিখবেন কেন, যখন কম্পিউটারে করা যেতে পারে ভয়েস টাইপিং; দেখে নিন উপায়

Last Updated:

ভয়েস টাইপিংয়ের মাধ্যমে ঘণ্টার কাজ মিনিটেই করা যাবে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হার্ড কপি বা বই দেখে টাইপ করা খুবই কঠিন। যাঁদের টাইপিং স্লো, তাঁদের অনেক কষ্ট করে এই কাজটি করতে হয়। অনেক সময়ই বেশি সময় নষ্ট হওয়ার কারণে, বেশিরভাগ লোকেরা টাইপিং এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এর ফলে অনেকেই টাইপিং সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয় এবং এতে অনেক সময় ব্যয় করেন। কিন্তু এমন পরিস্থিতিতে এখন আর চিন্তা করতে হবে না। কারণ এখন ভয়েস টাইপিংয়ের মাধ্যমে ঘণ্টার কাজ মিনিটেই করা যাবে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement

যেভাবে গুগল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে স্মার্ট ফোনে যে কোনও কিছু টাইপ করা যায়, ঠিক একইভাবে, ল্যাপটপে বা কম্পিউটারে ভয়েস টাইপিং করা যেতে পারে। ল্যাপটপ বা ডেস্কটপে ভয়েস টাইপ করা খুবই সহজ। এর মাধ্যমে যে কেউ নিজেদের মূল্যবান সময় বাঁচাতে পারেন।

ল্যাপটপ বা ডেস্কটপে ভয়েস টাইপিং চালু করার উপায় –

১ – ল্যাপটপ বা কম্পিউটারে ভয়েস টাইপিং করতে প্রথমেই গুগল ক্রোম ব্রাউজার খুলতে হবে।

advertisement

২ – এর পর Google docs সার্চ করতে হবে এবং লগইন করতে হবে।

৩ – লগ ইন না করে ভয়েস টাইপিং করা যাবে না।

৪ – লগ ইন করার পর Create বাটনে ক্লিক করতে হবে।

৫ – এখানে Google docs-এ ক্লিক করে OK অপশনে ক্লিক করতে হবে।

৬ – এখানে বেশিরভাগ লোকেরা কিবোর্ডের সাহায্যে টাইপিং করেন।

advertisement

৭ – ভয়েস টাইপিংয়ের জন্য একই সঙ্গে ctrl+shift+s বোতাম টিপতে হবে।

৮ – ভয়েস অনুমতি দেওয়ার পরে, ভয়েস টাইপিং শুরু করা যেতে পারে।

আরও পড়ুন – ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

ভাষা পরিবর্তন করার নিয়ম –

ভয়েস টাইপিং করার সময়, এমন অনেক বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাবে, যার সাহায্যে মিনিটের মধ্যে ঘন্টার কাজ শেষ করা যেতে পারে। এছাড়া এর মাধ্যমে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনও ভাষা বেছে নেওয়া যেতে পারে। এতে হিন্দি, ইংরেজি এবং আরও অনেক আন্তর্জাতিক ভাষাও রয়েছে। এর জন্য বাম দিকের ভাষা অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে যে কোনও ভাষা নির্বাচন করার পর সেটিতে ক্লিক করে OK করতে হবে।

advertisement

ভয়েস টাইপ করার সময় এই বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া প্রয়োজন 

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

ভয়েস টাইপিং যতটা সহজ শোনায় তার থেকেও বিষয়টা অনেক সহজ। কিন্তু যত্ন সহকারে না করা হলে তা ব্যাপক ক্ষতির কারণও হতে পারে। আসলে, অনেক সময় ভয়েস টাইপ করার সময়, আশেপাশের ভয়েস থেকে কিছু টাইপ হয়ে যায়। তাই এটা গুরুত্বপূর্ণ যে যখনই ভয়েস টাইপিং করা হবে, সমস্ত শব্দের দিকে নজর দিতে হবে। এছাড়া অনেক সময় কিছু শব্দ ধরতে না পারার কারণে সেই সময় ঠিকঠাক টাইপিং নাও হতে পারে। সেটুকু হাতে লিখে নিলেও কিন্তু অনেক সময় বেঁচে যাবে!

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
কষ্ট করে লিখবেন কেন, যখন কম্পিউটারে করা যেতে পারে ভয়েস টাইপিং; দেখে নিন উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল