TRENDING:

পুরনো মেশিন ? ঠিকই ইনস্টল করা যাবে Windows 11; জেনে নিন কী ভাবে

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক পুরনো সিস্টেমে Windows 11 ইনস্টল করার উপায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  অক্টোবরের ৫ তারিখে লঞ্চ করা হয়েছে Windows 11। কিন্তু অনেকেই নতুন এই আপডেটেড ভার্সন নিয়ে তেমন উৎসাহী নয়। কারণ অনেকের কম্পিউটারেই সাপোর্ট করছে না মাইক্রোসফটের (Microsoft) নতুন অপারেটিং সিস্টেম Windows 11। কারণ মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেমের জন্য প্রয়োজন উন্নত কিছু ফিচার। এর ফলে পুরনো সিস্টেমে সেই সকল ফিচার না থাকার জন্য ইনস্টল করা যাচ্ছে না Windows 11। নতুন অপারেটিং সিস্টেম Windows 11 এর জন্য দরকার হল ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল ২.০ ক্রিপ্টো প্রসেসর (Trusted Platform Module 2.0 Crypto Processor), যা সিস্টেমের হার্ডওয়্যার লেভেলকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। যাদের সিস্টেমে এই ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল ২.০ ক্রিপ্টো প্রসেসর নেই, তারাও কয়েকটি উপায়ে ব্যবহার করতে পারবে Windows 11।
Microsoft Could Windows 12 release so soon after Windows 11
Microsoft Could Windows 12 release so soon after Windows 11
advertisement

এক নজরে দেখে নেওয়া যাক পুরনো সিস্টেমে Windows 11 ইনস্টল করার উপায়।

স্টেপ ১ - প্রথমেই ডাউনলোড করতে হবে Windows 11 আইএসও ফাইল (ISO File)। এটি ডাউনলোড করার জন্য অফিসিয়াল Windows 11 এর ডাউনলোড পেজে গিয়ে ক্লিক করতে হবে এই লিঙ্কটিতে- https://www.microsoft.com/en-us/software-download/windows11

আরও পড়ুন - Windows 11 ভাল লাগছে না? জেনে নিন কীভাবে ফের ফিরে যাবেন Windows 10-এ

advertisement

স্টেপ ২ - এর পর ডাউনলোড Windows 11 ডিস্ক ইমেজ (Download Windows 11 Disk Image ISO) সেকশনে গিয়ে সিলেক্ট করতে হবে Windows 11।

স্টেপ ৩ - এর পর নীল রঙের ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। এর আগে অবশ্যই দেখে নিতে হবে যে নিজেদের সিস্টেমে অনেকটা ডেটার জায়গা আছে কি না এবং নেটের স্পিড ঠিকঠাক কি না। কারণ Windows 11 আইএসও ফাইলের সাইজ ৫.১ জিবি। এই Windows 11 আইএসও ফাইল ডাউনলোড হওয়ার পরেই পরবর্তী স্টেপে যাওয়া যাবে।

advertisement

স্টেপ ৪ - এর পর স্টার্ট আইকন (Start Icon) ক্লিক করতে হবে এবং টাইপ করতে হবে রিগিডিট (Regedit)।

আরও পড়ুন - দীপাবলিতেই বাজারে আসছে জিও ফোন নেক্সট, দাম নাগালের মধ্যে, থাকছে সহজ কিস্তির সুবিধাও

স্টেপ ৫ - এর পর যখন রেজিস্ট্রি এডিটর স্টার্ট মেনু দেখাবে তখন এন্টার প্রেস করে সেই অ্যাপ লঞ্চ করতে হবে।

advertisement

স্টেপ ৬ - এর পর সেই অ্যাপটি অ্যাডমিনিস্ট্রেটরের সম্মতি চাইবে। তখন ইয়েস (Yes) বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ ৭ - বাঁদিকের প্যানেলে ফোল্ডার এক্সপেন্ডেবেল করার অপশন দেখা যাবে। সেটি সিলেক্ট করলে অনেকগুলো লেভেল দেখা যাবে। তার মধ্যে থেকে এটি নেভিগেট করতে হবে- Computer > HKEY_LOCAL_MACHINE > SYSTEM > Setup > MoSetup

advertisement

আরও পড়ুন - বাড়বে কথোপকথনের মজা; সবার জন্যই হোক বা বিশেষ কেউ, জেনে নিন WhatsApp চ্যাটের ব্যাকগ্রাউন্ড বদলের উপায়!

স্টেপ ৮ - এছাড়াও ওপরেরটি অ্যাড্রেস বারে কপি পেস্ট করা যাবে।

স্টেপ ৯ - ডানদিকের প্যানেলের ডানদিকে ক্লিক করে সিলেক্ট করতে হবে New > DWORD (32-bit) Value।

স্টেপ ১০ - এর পর ভ্যালু নেম (Value Name) ফিল্ডে সেটি লিখতে হবে অথবা কপি পেস্ট করতে হবে।

স্টেপ ১১ - এর পর ওকে (OK) অপশন ক্লিক করে অপেক্ষা করতে হবে সেটি ডাউনলোড হওয়ার।

স্টেপ ১২ - এর পর সেই আইএসও ডাউনলোড হওয়ার পর সেটিতে ডবল ক্লিক করে ওপেন করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্টেপ ১৩ - এর পর সেট আপ ফাইলে ডবল ক্লিক করলে ইনস্টলেশনের প্রক্রিয়া শুরু হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
পুরনো মেশিন ? ঠিকই ইনস্টল করা যাবে Windows 11; জেনে নিন কী ভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল