TRENDING:

ইলেকট্রিক স্কুটার কিনবেন ভাবছেন? কেনার আগে এই বিষয়গুলি না জেনে নিলে বিপদ

Last Updated:

Electric Bike Buying Guide: ইলেকট্রিক স্কুটারের বাজার ঊর্ধ্বমুখী। এতে থাকছে স্পিড লকিং সিস্টেম, অ্যাপ কানেক্টিভিটি, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ই-এবিএস, ডিস্ক ব্রেক, ইউএসবি চার্জিং পোর্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উৎসব মরশুমে সারা ভারতে ইলেকট্রিক স্কুটার কেনার ধুম পড়ে গিয়েছে। ওলা-র বিক্রয় পরিসংখ্যানেই এটা স্পষ্ট। ইলেকট্রিক স্কুটার নির্মাতা সংস্থা ওলা ইলেকট্রিক জানিয়েছে, উৎসবের আবহে তাদের বিক্রি চার গুণ বেড়েছে। অন্য দিকে অধিকাংশ বড় অটো কোম্পানিও একের পর এক নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। সব মিলিয়ে ইলেকট্রিক স্কুটারের বাজার ঊর্ধ্বমুখী।
advertisement

সম্প্রতি ভিডা ভি১ ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে হিরো মোটোকর্প। দুর্গাপুজো কেটেছে। সামনেই দীপাবলি। এই সময় যদি ইলেকট্রিক স্কুটার কেনার পরিকল্পনা থাকে তা হলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। তা হলে ভবিষ্যতে এই নিয়ে কোনও সমস্যা হবে না।

ব্যাটারি: গত কয়েকদিনে বেশ কয়েকটি ইভি-তে আগুন লেগে যাওয়ার ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে আতঙ্কিত হওয়াই স্বাভাবিক। যে কোনও বৈদ্যুতীন গাড়িতে ব্যাটারি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ই স্কুটার কিনতে চাইলে ব্যাটারি ভাল করে দেখে নিতে হবে। বিভিন্ন কোম্পানি তাদের সমস্ত মডেলে বিভিন্ন ব্যাটারি প্যাক ব্যবহার করে। তবে এদের মধ্যে সেরা লিথিয়াম-আয়ন ব্যাটারি। দ্রুত চার্জ হয়, রেঞ্জ ভাল পাশাপাশি এর আয়ুও দীর্ঘ।

advertisement

আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা

ফিচার: ইলেকট্রিক স্কুটারও পেট্রোল চালিত স্কুটারের মতোই। ফিচার প্রায় একই। এতে থাকছে স্পিড লকিং সিস্টেম, অ্যাপ কানেক্টিভিটি, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ই-এবিএস, ডিস্ক ব্রেক, ইউএসবি চার্জিং পোর্ট। তবে এই বৈশিষ্ট্যগুলি অনেক ইলেকট্রিক স্কুটারে পাওয়া যায় না। তাই ই স্কুটার কেনার সময় এই ফিচারগুলো পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে।

advertisement

রেঞ্জ: ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে রেঞ্জ গুরুত্বপূর্ণ। কেনার আগে এটাও দেখে নিতে হবে। অনেক ইলেকট্রিক স্কুটার ৮৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়। আবার কিছু ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ ১৪০ কিলোমিটার পর্যন্ত। যাই হোক ইলেকট্রিক স্কুটার কেনার আগে তাই কত কিলোমিটার রেঞ্জ দিচ্ছে সেটা জেনে নেওয়া উচিত।

আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে

advertisement

চার্জের সময়: ইলেকট্রিক স্কুটারে পুরো চার্জ হতে সাধারণত ৫ ঘণ্টা সময় লাগে। কিন্তু এর বেশি সময় লাগে এমন গাড়ি না কেনাই ভাল। বাজারে দ্রুত চার্জিং স্কুটার পাওয়া যায়। সেগুলি মাত্র আধ ঘণ্টায় ৫০ শতাংশের বেশি চার্জ হয়ে যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গতি এবং দাম: ইলেকট্রিক স্কুটার কেনার আগে সর্বোচ্চ গতিও জেনে নিতে হবে। সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় হলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স, বিমা, হেলমেট ইত্যাদি কাছে রাখতে হবে। এ ছাড়া বাজেট অনুযায়ী ইলেকট্রিক স্কুটার বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ইলেকট্রিক স্কুটার কিনবেন ভাবছেন? কেনার আগে এই বিষয়গুলি না জেনে নিলে বিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল