ফিশিং (Phishing) - Google জানিয়েছে যে, ফিশিং হল হ্যাকিং করার একটি পদ্ধতি। বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম এবং অনলাইন ক্লাসের ফলে প্রায় সকলেই তাদের গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনের মাধ্যমেই শেয়ার করে। এই ফিশিং অ্যাটাকের মাধ্যমে সেই গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার চেষ্টা করা হয়। এটি করা হয় মূলত ই-মেল (Phishing Email), অ্যাডস অথবা বিভিন্ন ধরনের সাইটের মাধ্যমে। ইউজাররা (Hackers) প্রতিনিয়ত যে সব সাইট ব্যবহার করেন, এ ক্ষেত্রে হ্যাকাররা ঠিক তেমনই দেখতে বিভিন্ন ধরনের অন্যান্য সাইট ব্যবহার করে থাকে। এর ফলে ইউজাররা বিভ্রান্ত হয়ে হ্যাকারদের ফাঁদে পা দেয়।
advertisement
এই ধরনের ফিশিং মেল থেকে নিজেদের সুরক্ষিত রাখার একটি সহজ উপায় হল, নিজেদের গুরুত্বপূর্ণ ডেটা অন্য কারওর সঙ্গে শেয়ার করা চলবেনা। যেমন --
- ইউজার নেম এবং পাসওয়ার্ড, পরিবর্তিত পাসওয়ার্ড।
- সোশ্যাল সিকিউরিটি স্কিম নম্বর।
- পিন।
- ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড নম্বর।
- নিজেদের জন্ম তারিখ।
- নিজেদের মায়েদের মেডেন নাম।
হ্যাকারদের (Hackers) হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য সবার আগে একটি কথা মনে রাখতে হবে যে, কোনও ব্যাঙ্ক, সংস্থা, কোম্পানি, অনলাইন অ্যাপ ইত্যাদি থেকে ইউজারদের এই সকল ডেটা জানতে চাওয়া হয় না। তাই সবার আগে এই ধরনের কোনও ফোন, মেসেজ অথবা মেল এলে তা ডিলিট করে দিতে হবে। এ ছাড়াও অজানা কোনও সোর্স থেকে আসা মেসেজ এবং মেলের লিঙ্কে ক্লিক করা যাবেনা। এই ধরনের কোনও ফিশিং মেল (Phishing Email) এলে তা না-খুলে সবার আগে সেটি ডিলিট করতে হবে।