পুরনো কম্পিউটারের ওয়েবক্যাম, Windows 11-এ ব্যবহার করার উপায়-
স্টেপ ১ - প্রথমেই ওয়েবক্যাম ক্যামেরার ম্যানুফ্যাকচারারের ওয়েবসাইট ওপেন করতে হবে এবং দেখে নিতে হবে সেটি Windows 11 এ চলবে কি না। পুরনো ক্যামেরা উইন্ডোজের নতুন ভার্সনে না-ও চলতে পারে।
স্টেপ ২ - নিজেদের সিস্টেম রিবুট করে দেখতে হবে সেটি চলছে কি না। নিজেদের সিস্টেম রিস্টার্ট করে দেখতে হবে, যে সকল অ্যাপের ক্ষেত্রে ক্যামেরার দরকার হয় সেগুলো ডিসকানেকটেড হয়ে গিয়েছে কি না।
advertisement
আরও পড়ুন - Windows 11 ভাল লাগছে না? জেনে নিন কীভাবে ফের ফিরে যাবেন Windows 10-এ
স্টেপ ৩ - যদি নিজেদের ওয়েবক্যাম কর্ডের মাধ্যমে যুক্ত করা থাকে তাহলে সেটি খুলে আবার ভালো করে প্লাগ ইন করে দেখে নিতে হবে সেটি কাজ করছে কি না।
স্টেপ ৪ - নিজেদের সিস্টেমের অ্যান্টি ভাইরাস, প্রাইভেসি সফটওয়্যার এবং ফায়ারওয়েল টেম্পোরারি ভাবে ডিজএবল করে দিতে হবে। এক্ষেত্রে ওয়েবক্যাম প্রোটেকশনের জন্য ক্যামেরা ব্লক করা থাকলে সেটি বোঝা যাবে।
স্টেপ ৫ - ডিভাইজ ম্যানেজারের মাধ্যমে ক্যামেরা এনেবল করে আবার ডিজএবল করতে হবে।
আরও পড়ুন - দীপাবলিতেই বাজারে আসছে জিও ফোন নেক্সট, দাম নাগালের মধ্যে, থাকছে সহজ কিস্তির সুবিধাও
স্টেপ ৬ - ক্যামেরা ব্যবহার করার ডিভাইজ ম্যানেজার আনইনস্টল করতে হবে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে নিজেদের কম্পিউটার আবার রিস্টার্ট করতে হবে।
স্টেপ ৭ - ড্রাইভার আপডেটেড টুল ব্যবহার করতে হবে। এর ফলে আউটডেটেড ড্রাইভার রয়েছে কি না সেটি চেক করা যাবে। এক্ষেত্রে ড্রাইভার মিসিং থাকলে সেটি ইনস্টল করা যাবে।
স্টেপ ৮ - ওয়েবক্যাম সফটওয়্যার আপ টু ডেট রয়েছে কি না সেটা চেক করতে হবে। না করা থাকলে সবার আগে সেটি আপডেট করতে হবে।
স্টেপ ৯ - উইন্ডোজ আপ টু ডেট রয়েছে কি না সেটা চেক করতে হবে। উইন্ডোজ আপডেট না থাকলে সেটি করার পর অনেক সময়েই মাইক্রোসফট বিভিন্ন ধরনের ওয়েবক্যামের সমস্যার সমাধান করে দেয়।
স্টেপ ১০ - একটি ওয়েবক্যাম অন্য কম্পিউটারে ব্যবহার করা হলে সেটি আর আগের সিস্টেমে না চলতে পারে। এক্ষেত্রে সেটির কর্ড ভালো করে লাগিয়ে দেখা যেতে পারে।