♣ দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের নতুন ফিচার্সগুলিঃ
• এখন থেকে গ্রুপ ডেসক্রিপশনের মাধ্যমে কোনও গ্রুপের ডেসক্রিপশন বা গ্রুপের সম্বন্ধে লেখা যাবে ৷ গ্রুপ অ্যাডমিন বা অন্য মেম্বাররা এটি করতে পারবেন ৷
• হোয়াটসঅ্যাপের ইউপিআই-এর (ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস) মাধ্যমে টাকার লেনদেন করা যাবে ৷
• মেসেজ ডিলিটের অপশন আগেই এনেছিল হোয়াটসঅ্যাপ ৷ এ বার সেই ফিচার্সটিকেই আপডেট করা হল ৷ আগে মেসেজ ডিলিটের সময়সীমা ছিল ৭ মিনিট ৷ এ বার তা বাড়িয়ে করা হল ৬৮ মিনিট ৷
advertisement
• এবার থেকে গ্রুপের সদস্যদের সঙ্গে ভিডিও কল করা যাবে ৷ এবং ভয়েস কল করতে করতে সহজেই ভিডিও কলে আবার ভিডিও কল করতে করতে সহজেই ভয়েস কলে স্যুইচ করা যাবে ৷
• হোয়াটসঅ্যাপের পুরনো সবুজ গোলাকৃতি আইকন দেখতে দেখতে ক্লান্ত? এ বার থেকে নিজের ইচ্ছেমতো পরিবর্তন করা যাবে হোয়াটসঅ্যাপ আইকন ৷
• হোয়াটসঅ্যাপে কোনও ফোটো বা ভিডিও শেয়ার করলে তার সঙ্গে লোকেশন ও টাইম স্টিকার সাঁটিয়ে দেওয়া যাবে ৷
• এসেছে ‘হোয়াটসঅ্যাপ ফর বিজনেস অ্যাপ’ ৷ এখানে জিনিসপত্র কোনাবেচা করা যাবে ৷
