অর্থাৎ Netflix-এর যে সকল গ্রাহক নিজেদের পাসওয়ার্ড বন্ধু বা পরিবারের অন্য কারও সঙ্গে শেয়ার করে থাকেন তাঁদের অতিরিক্ত টাকা দিতে হবে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, এ জন্য ‘স্মল ফি’ চালু করতে চলেছে। এক রিপোর্ট অনুযায়ী, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম Netflix-এর নতুন ফিচার পেমেন্ট চালু করেছে ল্যাটিন আমেরিকার পাঁচটি দেশে। এর মধ্যে রয়েছে আর্জেন্তিনা, গুয়াতেমালা, হন্ডুরাস এবং এআই সালভাদর। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের এই নতুন ফিচারের নাম হল 'অ্যাড এ হোম'। এর মাধ্যমে অন্য কেউ আরেক জনের নেটফ্লিক্স অ্যাকাউন্ট অ্যাক্সেস করলে অতিরিক্ত খরচ বহন করতে হবে। রিপোর্ট অনুযায়ী, নেটফ্লিক্সের একজন গ্রাহক ৩ ডলার অর্থাৎ প্রায় ২৫০ টাকা পেমেন্ট করলে, অন্যরা সেই অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
বিভিন্ন দেশে Netflix এ বিষয়টির জন্য আলাদা আলাদা দাম নির্ধারণ করছে। ভারতে এর দাম কত রাখা হয়, সেটাই এখন দেখার।
ভারতে Netflix ছাড়াও অন্য বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে। এর মধ্যে খুবই জনপ্রিয় হল অ্যামাজন প্রাইম এবং ডিজনি প্লাস হটস্টার। এ ছাড়াও ভারতে বেশ কয়েকটি আঞ্চলিক ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে। এর জন্য ভারতের ওটিটি প্ল্যাটফর্মের বাজারে চলছে তীব্র প্রতিযোগিতা। ভারতে নিজেদের জনপ্রিয়তা এবং গ্রাহক বাড়ানোর জন্য নেটফ্লিক্স বিভিন্ন ধরনের ফিচার নিয়ে আসছে। Netflix সব থেকে বেশি গুরুত্ব আরোপ করেছে তাদের কনটেন্টের উপরে। নেটফ্লিক্সের নতুন পাসওয়ার্ড শেয়ার ফিচারের মাধ্যমে তাদের গ্রাহক এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে। ভারতে নেটফ্লিক্সের এই নতুন ফিচারের বিভিন্ন পরিবর্তন করা হতে পারে।
Netflix চালু করতে চলেছে ফুল প্রুফ নতুন সেট আপ। এর ফলে নেটফ্লিক্সের গ্রাহকরা তাদের শেয়ারিং পলিসির অমান্য করতে পারবেন না। নেটফ্লিক্সের গ্রাহকরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করলেও, তাঁদের নেটফ্লিক্স অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারে। এর জন্য নেটফ্লিক্স প্রতিনিয়ত গ্রাহকদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলে। নেটফ্লিক্স ১০ টি দেশে এই প্রক্রিয়া চালু করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী আগামী মাসে আরও বেশ কয়েকটি দেশে চালু করা হতে পারে নেটফ্লিক্সের এই নতুন অপশন।
Netflix-এর এই নতুন ‘অ্যাড-টায়ার’ প্ল্যান এবং ‘অ্যাড এ হোম’ সাবস্ক্রিপশন গ্রাহকদের সাহায্য করতে পারে।
