এই সপ্তাহে নেটফ্লিক্স বিশ্বজুড়ে তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার যুক্ত করেছে এবং এটিকে বলা হচ্ছে প্রোফাইল ট্রান্সফার। “আজ, আমরা প্রোফাইল ট্রান্সফার চালু করছি, এমন একটি ফিচার যা কোনও অ্যাকাউন্ট ব্যবহারকারীদের অন্য একটি প্রোফাইলে স্থানান্তর করতে দেয়। তার ফলে ব্যক্তিগত ভাল লাগা, দেখার ইতিহাস, নিজের ভিডিও তালিকা, জমিয়ে রাখা গেম এবং অন্যান্য সেটিংস অপরিবর্তিত থেকে যায়,” এক পোস্টের মাধ্যমে জানিয়েছে নেটফ্লিক্স।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
নেটফ্লিক্স আপাতত কিছু সময়ের জন্য নির্বাচিত বাজারে ফিচারটির পরীক্ষা চালাচ্ছে। তবে এবার এটা সারা বিশ্ব জুড়ে আরও ব্যবহারকারীদের কাছে নিয়ে আসছে এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। প্রসঙ্গত উল্লেখ্য যে, লক্ষ লক্ষ ব্যবহারকারীদের তাদের পাসওয়ার্ড শেয়ার করার বিষয়ে চিন্তিত নেটফ্লিক্স, যার ফলে সেই সব ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ উপার্জনের সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে।
এই ফিচারটি ব্যবহারকারীদের গ্রাহক হয়ে ব্যক্তিগত অ্যাকাউন্ট পেতে উৎসাহিত করবে। নেটফ্লিক্স ব্যবহারকারীদের প্রোফাইল স্থানান্তরের বিষয়ে ই-মেলের মাধ্যমে জানিয়েছে।
কী ভাবে করা যাবে প্রোফাইল ট্রান্সফার:
১) নেটফ্লিক্স অ্যাকাউন্টে প্রোফাইল আইকনে গেলে একটা ড্রপ-ডাউন মেনু খুলে যাবে।
২) ড্রপ-ডাউন মেনুতে থাকা প্রোফাইল ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে।
৩) এর পর নেটফ্লিক্স দেখিয়ে দেবে নতুন মেম্বার কী ভাবে হওয়া যাবে।
একে অপরের সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করা নেটফ্লিক্সের জন্য একটি বড় সমস্যা হয়ে উঠেছে, এবং এই বছরের শুরুর দিকে সে বিষয় প্রকাশ্যে এনেছিল প্ল্যাটফর্মটি।
প্রোফাইল ট্রান্সফার ফিচার ছাড়াও, নেটফ্লিক্স আগামী মাসে বাছাই করা দেশগুলিতে তার প্রথম বিজ্ঞাপন-যুক্ত পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। তবে এই নতুন প্ল্যান অফলাইনে দেখার জন্য ডাউনলোডের অনুমতি দেবে না এবং প্রতি ঘণ্টায় ৩ মিনিট পর্যন্ত বিজ্ঞাপন দেখাবে। বিজ্ঞাপন-যুক্ত এই প্ল্যানের দাম ঠিক হয়েছে ৬.৯৯ ডলার (ভারতে আনুমানিক ৬০০ টাকা)। তবে এখনই এই প্ল্যান ভারতের মতো বাজারে আসছে না। ইতিমধ্যেই ভারতীয় বাজারের জন্য নেটফ্লিক্সের মাসে মাত্র ১৯৯ টাকার বিশেষ মোবাইল-প্ল্যান রয়েছে, যাতে নেটফ্লিক্স শুধু মাত্র একটা মোবাইল ফোনেই দেখতে পাওয়া যায়।
