TRENDING:

এবার Whatsapp-এ এন্ড-টু-এন্ড শপিং! JioMart দিচ্ছে সুবিধা; স্রেফ একটা Hi লিখে পাঠালেই হল

Last Updated:

জানা গিয়েছে, যাঁরা কোনওদিন অনলাইন কেনাকাটা করেননি তাঁদের সুবিধার কথা মাথায় রেখেই Whatsapp চ্যাটের মাধ্যমে সমস্ত পণ্য তালিকা দেখা, বাছাই করা এমনকী মূল্য চোকানোর মতো কাজ সহজ পদ্ধতিতে করার ব্যবস্থা করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবার সরাসরি কেনাকাটা করা যাবে Whatsapp-এ। চ্যাটের মাধ্যমেই JioMart থেকে কেনাকাটা সেরে ফেলতে পারবেন গ্রাহক। সোমবার এমনই ঘোষণা করল Meta এবং Jio। এই প্রথম এমন কোনও সুবিধা পেতে চলেছেন ভারতীয়রা, Jio Plutform-এর দৌলতে। জানা গিয়েছে, যাঁরা কোনওদিন অনলাইন কেনাকাটা করেননি তাঁদের সুবিধার কথা মাথায় রেখেই Whatsapp চ্যাটের মাধ্যমে সমস্ত পণ্য তালিকা দেখা, বাছাই করা এমনকী মূল্য চোকানোর মতো কাজ সহজ পদ্ধতিতে করার ব্যবস্থা করা হয়েছে। সবটাই করা যাবে চ্যাটের মাধ্যমে।
এবার Whatsapp-এ এন্ড-টু-এন্ড শপিং! JioMart দিচ্ছে সুবিধা; স্রেফ একটা Hi লিখে পাঠালেই হল
এবার Whatsapp-এ এন্ড-টু-এন্ড শপিং! JioMart দিচ্ছে সুবিধা; স্রেফ একটা Hi লিখে পাঠালেই হল
advertisement

এ দিন Facebook-এ একটি পোস্ট করে মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) লেখেন, ‘ভারতে JioMart-এর সঙ্গে আমাদের নতুন অংশীদারিত্ব নিয়ে আমি খুবই উৎসাহিত। এই প্রথম এন্ড-টু-এন্ড শপিংয়ের এমন অভিজ্ঞতা হবে Whatsapp-এ।’য

আরও পড়ুন- ২ লক্ষ ৩২ হাজার কর্মসংস্থানের দাবি, দেশের শিল্পক্ষেত্রে এবার জীবিকার জোয়ার রিলায়েন্সের সূত্রে: মুকেশ আম্বানি

অন্য দিকে, Reliance Industries Limited-এর কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani) বলেন, ‘আমাদের লক্ষ্য হল বিশ্বের দরবারে ডিজিটাল সমাজে ভারতকে অগ্রগণ্য করে তোলা। ২০২০ সালে যখন Meta-র সঙ্গে আমাদের অংশীদারিত্ব শুরু হয় তখনই জুকারবার্গের সঙ্গে কথা হয়েছিল, এমন কিছু করতে হবে যাতে আরও অনেক বেশি মানুষ আমাদের সঙ্গে যুক্ত হন। অনলাইন ব্যবসাকে এমন জায়গায় পৌঁছে দিতে হবে যাতে নিত্য দিনের কাজে লাগতে পারে। কোটি কোটি ভারতবাসীর কাছে নতুন প্রতিশ্রুতি নিয়ে Whatsapp-এ আসছে JioMart।’

advertisement

ওয়াকিবহাল মহল এই পদক্ষেপকে ঐতিহাসিক বলেই ব্যাখ্যা করতে চাইছেন। এতে দেশের ভিতর ডিজিটাল পরিবর্তন অনেক বেশি ত্বরাণ্বিত হবে। পাশাপাশি ব্যবসার সুযোগও বৃদ্ধি পাবে। শক্তিশালী হবে দেশের অর্থনীতি। সহজ হবে ক্রেতার কাছে পৌঁছনো।

আরও পড়ুন- রেকর্ড কর্মসংস্থানের পাশাপাশি দীপাবলিতে দেশের চার মেট্রো শহরকে ৫জি উপহার রিলায়েন্সের

advertisement

Whatsapp-এ JioMart থেকে কেনাকাটার করার জন্য +917977079770 এই নম্বরটি নিজের মোবাইলে সেভ (Save) করে নিতে হবে। তারপর এই নম্বরে Hi লিখে পাঠালেই প্রক্রিয়া চালু করে যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

Jio Platforms Limited হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান, সাম্প্রতিক 4G LTE প্রযুক্তির সঙ্গে একটি বিশ্বমানের অল-আইপি (All-IP) ডেটা, যা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে আগামী দিনের জন্য। ভবিষ্যতের জন্য প্রস্তুত সংস্থা এবং আরও বেশি ডেটা সাপোর্ট করার জন্য সহজেই নিজেদের আপগ্রেড করতে তৈরি তারা। প্রযুক্তিগুলি 5G, 6G এবং তার পরেও এগিয়ে যেতে পারে। জিও ভারতীয় ডিজিটাল পরিষেবার ক্ষেত্রে রূপান্তরমূলক পরিবর্তন এনেছে। প্রায় ১.৩ বিলিয়ন ভারতীয়ের জন্য ডিজিটাল ভারতের দৃষ্টিভঙ্গি গড়েছে সংস্থা এবং ভারতকে বৈশ্বিক ক্ষেত্রেও নেতৃত্বের পথে চালিত করে Jio।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার Whatsapp-এ এন্ড-টু-এন্ড শপিং! JioMart দিচ্ছে সুবিধা; স্রেফ একটা Hi লিখে পাঠালেই হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল