TRENDING:

টিভিতেই এবার খবরের কাগজ থেকে বই পড়া,জিও ফাইবার গ্রাহকদের জন্য JioNews এবার সেট টপ বক্সেই

Last Updated:

এছাড়াও থাকছে ট্রেন্ডিং ছবি, ট্রেন্ডিং ভিডিও এবং আরও অনেক কিছু ৷ আর এর জন্য কোনও বাড়তি টাকাও গ্রাহকদের খরচ করতে হবে না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ফের দুর্দান্ত অফার জিও ফাইবার গ্রাহকদের জন্য ৷ জিও নিউজ পরিষেবা এবার মিলবে জিও সেট টপ বক্সেও ৷ বাড়িতে বসে এবার টিভিতেই পড়তে পারবেন লেটেস্ট খবর, দেশের যে কোনও ভাষার সেরা খবরের কাগজগুলি ৷ শুধু তাই নয় টিভিতেই পড়ে নিতে পারবেন পছন্দের ম্যাগাজিনও ৷ এছাড়াও থাকছে ট্রেন্ডিং ছবি, ট্রেন্ডিং ভিডিও এবং আরও অনেক কিছু ৷ আর এর জন্য কোনও বাড়তি টাকাও গ্রাহকদের খরচ করতে হবে না ৷
advertisement

জিও নিউজ হল আসলে একটা রেভিলিউশনারি ডিজিট্যাল নিউজ অ্যাপ ৷ যেখানে একটা অ্যাপেই ব্রেকিং নিউজের সঙ্গে গ্রাহকেরা পড়তে পারেন সমস্ত ভাষার নামী প্রথমসারির সংবাদপত্রগুলি, বিভিন্ন ভাষার জনপ্রিয় ম্যাগাজিন ও আরও অনেক কিছু ৷ এক কথায় বলে গেলে এক ছাতার নীচে মনোরঞ্জনের সমস্ত উপাদান রয়েছে জিও নিউজে ৷ প্রায় সাড়ে ৩৫০-এর উপর ই-পেপার ও ৮০০-এর উপর ম্যাগাজিন রয়েছে জিও নিউজের ভান্ডারে এবং তা ক্রমবর্ধমান ৷ অ্যাপের ১২টি ভাষা থেকে গ্রাহকেরা নিজেদের পছন্দ মতো ভাষা বেছে নিয়ে যা খুশি পড়তে ও দেখতে পারবেন ৷ আপাতত জিও সেট টপ বক্সের মাধ্যমে জিও ফাইবার গ্রাহকেরাই এই সুবিধা পাবেন ৷

advertisement

জিও নিউজ কোনও কিছু পড়ার সময় পাঠকেরা জুম ইন-জুম আউটের সঙ্গে সঙ্গে প্রতিটি পাতা ফুলস্ক্রিন হোক বা পেজ ভিউ যেরকমভাবে খুশি দেখতে পারেন ৷ এছাড়া নিজেদের পছন্দের খবরের কাগজটি আলাদাভাবে মার্ক করে প্রতিদিন পড়তে পারবেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

জিও ফাইবার গ্রাহকদের জন্য একের পর এক দুর্দান্ত অফার এনেই চলেছে কোম্পানি ৷ উন্নতমানের ডিজিট্যাল এক্সপিরিয়েন্স ছাড়াও জিও ফাইবার গ্রাহকেরা জনপ্রিয় ওটিটি অ্যাপসগুলোর কনটেন্ট কোনও টাকা খরচ না করেই দেখতে পান ৷ সম্প্রতি হইচই-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে জিও ফাইবার ৷ এছাড়া জিও-এর নিজস্ব অ্যাপস জিও সিনেমা, জিও সাওন, জিও টিভি তো রয়েছেই ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
টিভিতেই এবার খবরের কাগজ থেকে বই পড়া,জিও ফাইবার গ্রাহকদের জন্য JioNews এবার সেট টপ বক্সেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল