TRENDING:

পোস্ট দেখা যাবে স্রেফ ২৪ ঘণ্টার জন্য? এ কী ফিচার আনল Instagram

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক Instagram-এর নতুন এই ফিচারের সকল খুঁটিনাটি বিষয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্তমানে একটি খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হল Instagram। জনপ্রিয় এই অ্যাপ ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। Instagram একসঙ্গে লঞ্চ করেছে বেশ কয়েকটি ফিচার। Instagram ইতিমধ্যেই বেশ কিছু ফিচার চালু করার কথা ঘোষণা করে দিয়েছে, যাতে ইউজাররা সহজেই বন্ধু এবং ফলোয়ারদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। মেটা-মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি নোট, ক্যান্ডিড স্টোরিজ, গ্রুপ প্রোফাইল এবং সহযোগী সংগ্রহের মতো বেশ কয়েকটি ফিচার চালু করেছে। নোট ফিচারের মাধ্যমে ইউজাররা তাদের বন্ধুদের টেক্সট এবং ইমোজির মাধ্যমে আপডেট করতে পারবে। এক নজরে দেখে নেওয়া যাক Instagram-এর নতুন এই ফিচারের সকল খুঁটিনাটি বিষয়।
advertisement

Instagram-এর তরফে মঙ্গলবার একটি ব্লগের মাধ্যমে নতুন ফিচারের সম্পর্কে জানানো হয়েছে। এর প্রথম ফিচার হল নোট। এর মাধ্যমে ইউজাররা টেক্সট এবং ইমোজি সহ ৬০টি অক্ষরের একটি ছোট পোস্ট তৈরি করতে পারবে। এটির জন্য, ইউজারদের তাদের ইনবক্সের শীর্ষে যেতে পারে এবং অনুসরণকারীদের নির্বাচন করতে পারে। এই ক্ষেত্রে ক্লোজ ফ্রেন্ড তালিকা নির্বাচন করে নোট শেয়ার করতে পারা যাবে। এর পরে এটি ২৪ ঘন্টার জন্য বন্ধুদের ইনবক্সে দৃশ্যমান হবে।

advertisement

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

অন্যান্য নতুন ফিচার -

এছাড়াও, Instagram ইউজারদের মনোনয়নের ফিচারটিও প্রকাশ করেছে। পাস ইট অন বোতামে ট্যাপ করে এটি অ্যাক্সেস করা যেতে পারে। এই ফিচারের মাধ্যমে, ব্যবহারকারীরা Add Yours-এ অংশগ্রহণের জন্য গল্প মনোনীত করতে পারবে।

advertisement

একইভাবে, Instagram নতুন ক্যান্ডিড স্টোরি ফিচার লঞ্চ করেছে। এর মাধ্যমে ইউজাররা স্টোরিজ ক্যামেরার মাধ্যমে একটি খোলামেলা ফটো ক্লিক করতে পারবে। এছাড়াও, ইউজাররা তাদের বন্ধু এবং অনুসরণকারীদের সঙ্গে রিয়েল টাইম কার্যকলাপ ভাগ করতে সক্ষম হবে। এটি শুধুমাত্র তাদের কাছে দৃশ্যমান হবে, যারা নিজেরা তাদের পোস্ট শেয়ার করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর! এবার বিনামূল্যে টিউশনি-পড়াশুনা বারাসাতে
আরও দেখুন

এসব ছাড়াও Instagram একটি গ্রুপ প্রোফাইল ফিচারও প্রকাশ করেছে। এটি ইউজারদের বন্ধুদের সঙ্গে পোস্ট ভাগ করা, একটি গ্রুপে গল্প এবং পোস্টগুলি ভাগ করার জন্য একটি প্রোফাইল তৈরি করতে এবং যোগদান করতে দেয়৷ এটা শুধুমাত্র গ্রুপ মেম্বারদের সঙ্গে শেয়ার করা হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
পোস্ট দেখা যাবে স্রেফ ২৪ ঘণ্টার জন্য? এ কী ফিচার আনল Instagram
Open in App
হোম
খবর
ফটো
লোকাল