এই পরিস্থিতিতে অনেকেই দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা পেতে নিজেদের বাড়িতে Wi-Fi রাউটার ইনস্টল করে থাকেন। কিন্তু তা সত্ত্বেও অনেক সময় দ্রুত গতির ইন্টারনেট পাওয়া যায় না। রাউটারের গতি কমে ডিভাইসগুলিও ঢিমে তালে চলতে থাকে। ফলে অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হয়।
আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ
advertisement
মন্থর গতির ইন্টারনেট যদি নানা সময়ে সমস্যায় ফেলে থাকে, তাহলে এমন কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে, যার সাহায্যে ইন্টারনেটের গতি বাড়িয়ে নেওয়া যেতে পারে। ঘরে বসে সহজেই ইন্টারনেটের গতি বাড়িয়ে দেওয়া যেতে পারে—
Wi-Fi মোডেম-এ গোলমাল:
কখনও কখনও Wi-Fi মোডেম বা রাউটারে সমস্যা হতে পারে। এজন্যও ইন্টারনেটের গতি কমতে পারে। সেক্ষেত্রে মোডেমটি পরীক্ষা করে দেখতে হবে। কারণ এই ডিভাইসটিই হোম নেটওয়ার্ককে ইন্টারনেট প্রোভাইডারের সঙ্গে সংযুক্ত করে। যদি মোডেমে কোনও সমস্যা হয়, তাহলে তা মেরামত করতে হবে।
আরও পড়ুন - দেওয়াল থেকে কতটা দূরে রাখতে হয় ফ্রিজ? ৯৯% মানুষ সঠিক তথ্য জানেন না
দেয়াল থেকে দূরত্ব:
খেয়াল রাখতে হবে রাউটারের সিগন্যাল যেন কোনও দেওয়ালে বা অন্য কোনও জায়গায় বাধা না পায়। Wi-Fi সব সময় এমন জায়গায় ইনস্টল করা উচিত যার আশেপাশে কোনও বাধা নেই। Wi-Fi সিগন্যাল দেয়ালে আঘাত করলে ডিভাইসে ভাল ভাবে ইন্টারনেট পরিষেবা নাও পাওয়া যেতে পারে।
Wi-Fi রিস্টার্ট:
ফোন হ্যাং হয়ে গেলে যেমন রিস্টার্ট করা হয়, আর তৎক্ষণাৎ ফোন আবার দ্রুত কাজ করতে শুরু করে দেয়। অনেক সময় Wi-Fi-তে গোলমাল থাকলেও ইন্টারনেটের গতি কম হয়ে যেতে পারে। সেক্ষেত্রেও Wi-Fi রিস্টার্ট করতে হবে। সমস্যার সমাধান হয়ে যেতেই পারে।