এ ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট পদ্ধতি মেনে চলতে হবে:
প্রথম ধাপ: যে অডিওটি আপনি সেভ বা শেয়ার করতে চান, প্রথমে সেই রিলটি চালান।
দ্বিতীয় ধাপ: এর পর স্ক্রিনের বাম দিকের নিচের দিকে অডিওর যে নামটি দেখাচ্ছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করা মাত্রই সরাসরি অডিও পেজে পৌঁছে যাবেন আপনি।
তৃতীয় ধাপ: এ বার ডানদিকের উপরের দিকে আপনি শেয়ারিং ও সেভের আইকন দেখতে পাবেন। এ ছাড়াও পেজের নিচের দিকে Use Audio অপশনে ক্লিক করতে পারেন আপনি।
advertisement
চতুর্থ ধাপ: এ বার নির্দিষ্ট ওই রিলের অডিও সেভ বা শেয়ার করার জন্য রিলের ডান দিকের নিচে থ্রি ডটস আইকনে ক্লিক করুন।
পঞ্চম ধাপ: এখানেই সেভ বা শেয়ারের অপশান দেখতে পাবেন আপনি।
পরে যদি ইচ্ছে করে তা হলে কী ভাবে দেখবেন সেভ করা অডিওটি? এ ক্ষেত্রেও একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে চলতে হবে আপনাকে। নিজের সেভ করা অডিও দেখতে হলে Instagram মিউজিক লাইব্রেরিতে যেতে হবে আপনাকে। এ ক্ষেত্রে উপরের দিকে For You, Pop ও অন্যান্য অপশনগুলির সঙ্গেই পাওয়া যাবে Saved অপশনও। মেইন মেনুর এই Saved অপশন থেকেই সরাসরি Instagram রিল ও অডিও পেজে ঢুকতে পারবেন আপনি।
বর্তমানে iOS ও অ্যান্ড্রয়েড ভার্সনে উপলব্ধ রয়েছে এই আপডেট। তাই সংশ্লিষ্ট প্লে-স্টোরে গিয়ে আজই আপডেট করিয়ে নিন আপনার অ্যাপ। আর সুবিধা নিন এই ফিচারের।