অনলাইনে কী ভাবে সম্ভব ড্রাইভিং লাইসেন্স রিনিউ (Driving License Renew Online)? জেনে নেওয়া যাক প্রতিটি ধাপ!
ধাপ ১- পরিবহণ বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রথমে যেতে হবে। ওয়েব সাইটটি হল- https://parivahan.gov.in/parivahan/
ধাপ ২- সেখান থেকে অ্য়াপ্লাই অনলাইন (Apply Online) অপশনে ক্লিক করতে হবে।
ধাপ ৩- ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসে ক্লিক করতে হবে।
advertisement
ধাপ ৪- কোন রাজ্য় থেকে সার্ভিস নিতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে।
ধাপ ৫- রাজ্য় সিলেক্ট করার পরেই অন্য় একটি পেজ খুলে যাবে।
ধাপ ৬- সেখানে অ্য়াপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স সার্ভিসের উপর ক্লিক করতে হবে।
ধাপ ৭- সেখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেটিকে ভালো করে পড়ে নিয়ে ফিল আপ করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করতে হবে।
ধাপ ৮- সেখানে জন্মদিন, বর্তমান লাইসেন্স নম্বর, পিন কোড এবং অনান্য় বিভিন্ন অংশ ফিল করতে হবে।
ধাপ ৯- সেখানে কী কী সার্ভিস চাইছেন তার একটা তালিকা আসবে। সেখান থেকে রিনিউয়াল অপশন বেছে নিতে হবে।
ধাপ ১০- এর পর আরও একটি ফর্ম আসবে। সেখানে ব্য়ক্তিগত বিভিন্ন তথ্য দিতে হবে। পাশাপাশি গাড়ির বেশ কিছু তথ্য় সাবমিট করতে হবে।
ধাপ ১১- এর পর সেখান থেকে ছবি ও সই আপলোড করতে হবে। তবে সব রাজ্য়ের ক্ষেত্রে এই ফিচার পাওয়া যাবে না। সেক্ষেত্রে সই ও ছবির জন্য় আবেদনকারীকে যেতে হবে RTO অফিসে।
ধাপ ১২- এর পর টেস্ট ড্রাইভের জন্য় স্লট বুক করতে হবে। সেই অনুযায়ী সময়ে গিয়ে টেস্ট ড্রাইভ দিতে হবে।
ধাপ ১৩- এর পর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে একটি স্লিপ বেরিয়ে আসবে। যেখানে আবেদনের নম্বর ও সাবমিট করা বিভিন্ন তথ্য় লেখা থাকবে। একটি SMS নোটিফিকেশনও পাবেন আবেদনকারী।
ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে ২০০ টাকা জমা দিতে হবে। অনলাইনে সেই টাকা জমা দেওয়া সম্ভব।