TRENDING:

How To Measure Bra Size: ব্রা-র সাইজ কিছুতেই বুঝতে পারছেন না! এবার অ্যাপেই পাবেন টানটান ফিটিং

Last Updated:

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর সাহায্যে এমন এক অ্যাপ তৈরি করা হয়েছে, যা ব্রা কেনার সময়ে সঠিক মাপ বলে দিয়ে মহিলাদের সাহায্য করবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অন্তর্বাস ব্যাপারটাকে আমরা অনেকেই খুব একটা গুরুত্ব দিই না। কেনার সময়ে যতটা পারি টাকা বাঁচানোর চেষ্টা করি। কিন্তু কম দামের জিনিস নিলে তার ফিটিংস নিয়ে অসুবিধা হয়, বিশেষ করে ব্রায়ের ক্ষেত্রে কথাটা শতকরা সত্যি। আর ব্রায়ের ফিটিংস যদি ঠিক না হয়?
advertisement

ভুল মাপের ব্রা থেকে স্তনে ব্যথা, পিঠে ব্যথা, কাঁধে ব্যথা, ঘাড়ে ব্যথার মতো নানা শারীরিক সমস্যা তৈরি হতে পারে। একটি সমীক্ষা বলছে যে সারা বিশ্ব জুড়েই না কি ব্রায়ের মাপ নিয়ে মহিলাদের মধ্যে একটি বিভ্রান্তি থাকে। দেখা যাচ্ছে যে বিশ্ব জুড়ে ৮০ শতাংশ মহিলা নিজেদের স্তনের আয়তনের কাছাকাছি মাপের ব্রা পরে থাকেন। ৭০ শতাংশ ভুল মাপের পরেন, ১০ শতাংশের ব্রায়ের মাপ বড় হয়। অতএব, যদি ব্যাক পেইন সমস্যা তৈরি করে থাকে ইতিমধ্যেই, এবার তাহলে সচেতন হওয়াটা দরকার।

advertisement

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

এই ব্যাপারে মহিলাদের পাশে এসে দাঁড়িয়েছে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম Kickstarter। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর সাহায্যে এমন এক অ্যাপ তৈরি করেছে, যা ব্রা কেনার সময়ে সঠিক মাপ বলে দিয়ে মহিলাদের সাহায্য করবে। এই অ্যাপের নাম রাখা হয়েছে- Radical Virtual Fitting Room।

advertisement

এবার আমাদের এক প্রশ্নের মুখোমুখি দাঁড়ানোর সময় এসেছে। অনেক অনলাইন প্ল্যাটফর্মে ব্রা কেনার সময়ে সাইজ চার্ট দেওয়া থাকে, যা দেখে আমরা নিজেদের মাপ মিলিয়ে নিই, কখনও তা ঠিক হয়, কখনও আবার ই-কমার্স সাইটের তারতম্য অনুসারে ছোট-বড়ও হয়। এই অ্যাপও কি সেই রকমই কোনও এক সাইজ চার্টের সাহায্যে ব্রায়ের সঠিক মাপ জানিয়ে দেবে?

advertisement

আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

উঁহু, এই জায়গাতেই কাজে আসবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। জানানো হয়েছে যে ব্রায়ের সঠিক মাপ জানতে হলে প্রথমে অ্যাপটি ডাউনলোড করে নিজেদের স্ক্যান করিয়ে নিতে হবে। এই ৩ডি স্ক্যানের পরে সেরা ফিটিংস ব্রা বলতে আমরা কী বুঝি, সেই সংক্রান্ত কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। স্ক্যানিংয়ে অ্যাপটি আমাদের মাপ নেবে এবং প্রশ্নোত্তর থেকে কমফর্ট লেভেল সম্পর্কে একটা ধারণা তৈরি করবে- দুইয়ের ওপরে ভিত্তি করে জানিয়ে দেবে ঠিক কোন মাপ আমাদের জন্য যথাযথ এবং আরামদায়ক হতে পারে।

advertisement

সংস্থা এই প্রসঙ্গে সব মহিলাদের ভয় না পাওয়ার অনুরোধ জানিয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে যে এটি একটি নারী-পরিচালিত সংগঠন, অতএব সব সময়েই এখানে নারীর নিরাপত্তাকে সর্বাগ্র প্রাধান্য দেওয়া হবে। অ্যাপটি শুধু বুকের চার অংশের ছবি নেবে, গোপনীয়তা রক্ষার জন্য ক্রপ করে দেবে আমাজের মুখ।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/অন্যান্য প্রযুক্তি/
How To Measure Bra Size: ব্রা-র সাইজ কিছুতেই বুঝতে পারছেন না! এবার অ্যাপেই পাবেন টানটান ফিটিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল