TRENDING:

Ways to Clean a Laptop: ল্যাপটপে ধুলো পড়লে একসময় বন্ধ হয়ে যেতে পারে! পরিষ্কার করুন এই উপায়ে

Last Updated:

Ways to Clean a Laptop: কাজ হয়ে গেলে ল্যাপটপ বন্ধ করে রাখা দরকার, যাতে ধুলো কম জমে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রযুক্তির উন্নতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন মোবাইল ছাড়া এক মুহূর্ত থাকা যায় না। একই সঙ্গে ল্যাপটপও এখন নিত্য প্রয়োজনীয় গ্যাজেট হয়ে উঠেছে। করোনা অতিমারীর পর বাড়ি থেকে কাজ করার তাগিদে ল্যাপটপ খুব জরুরি হয়ে উঠেছে।
advertisement

কিন্তু নিয়মিত কাজ করলেও ল্যাপটপে ধুলো জমতে থাকে। দেখা যায় এবং কি বোর্ডের চারপাশের জায়গাটি অনেক সময় নোংরা হয়ে যায়, ধুলো জমে থাকতে শুরু করে। এথেকে পরবর্তীকালে বড়সড় ক্ষতি হতে পারে যন্ত্রের। নষ্ট হতে পারে ল্যাপটপের কার্যক্ষমতা।

আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ

advertisement

কী করতে হবে দেখে নেওয়া যাক এক নজরে—

কাজ হয়ে গেলে ল্যাপটপ বন্ধ করে রাখা দরকার, যাতে ধুলো কম জমে। বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে প্রথমে ল্যাপটপটি পরিষ্কার করে নিতে হবে তারপর বন্ধ করে দিতে হবে। কী ভাবে পরিষ্কার করা যাবে নিজের ল্যাপটপ যাতে সেটি দীর্ঘস্থায়ী ভাবে কার্যকর থাকে—

advertisement

১. একটি মাইক্রো ফাইবারের কাপড় দিয়ে ল্যাপটপের স্ক্রিন এবং কি-বোর্ড এর ধুলো মুছে রাখতে হবে।

২. স্ক্রিনের পুরো অংশ আলতো করে ঘষে ফেলতে হবে। তবে পরিষ্কার করার সময় স্ক্রিন পিছন থেকে হাত দিয়ে ধরে রাখাই ভাল, যাতে সেটি বেশি নড়বড় না করে।

৩. স্ক্রিনে কোনভাবেই খুব জোরে চাপ দেওয়া যাবে না। যেসব দাগ ধরে গেছে তা পরিষ্কার করার জন্য খুব জোর দিয়ে মোচা ঠিক হবে না এতে স্ক্রিনের ক্ষতি হতে পারে।

advertisement

৪. আবার কি বোর্ডের উপর থেকেও ধুলো আলতো করে ঝেড়ে ফেলতে হবে।

৫. পরিষ্কার করার কাজ শুরু করার আগে ল্যাপটপটি অবশ্যই বন্ধ করে নিতে হবে। এতে একদিকে যেমন নিরাপত্তা বজায় থাকবে, তেমনই ল্যাপটপ বন্ধ থাকলেও সুবিধা হবে। বন্ধ ল্যাপটপে ধুলো ময়লা বেশি করে চোখে পড়বে।

advertisement

৬.ল্যাপটপ পরিষ্কার করার জন্য হালকা এবং সামান্য ভিজে কাপড় বা স্পঞ্জ ব্যবহার করা যেতে পারে। প্রথমে ওই কাপড় ভিজিয়ে শুকিয়ে নিতে হবে। প্রায় সম্পূর্ণ শুকনো হওয়া অবধি অপেক্ষা করাই ভাল।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রতিষ্ঠিত হওয়াই লক্ষ্য মৌমিতার, বক্সিং রিং তাঁর সব থেকে ভালবাসার জায়গা
আরও দেখুন

এক্ষেত্রে সাধারণ জলের পরিবর্তে বিশুদ্ধ পানীয় জল ব্যবহার করাই ভাল, কারণ তাতে আয়রন থাকবে না। স্ক্রিনে কোনও দাগ ধরার ভয়ও থাকবে নাষ

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Ways to Clean a Laptop: ল্যাপটপে ধুলো পড়লে একসময় বন্ধ হয়ে যেতে পারে! পরিষ্কার করুন এই উপায়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল