TRENDING:

Indian Languages on Whatsapp: ইংরেজি না-পসন্দ? এক নজরে দেখে নিন WhatsApp-এ ভারতীয় ভাষা ব্যবহার করার উপায়

Last Updated:

WhatsApp-এ প্রায় ১১টি ভারতীয় ভাষা রয়েছে (Indian Languages on Whatsapp)। এর ফলে WhatsApp-এ ভারতীয় ভাষা ব্যবহার করার জন্য প্রথমেই নিজেদের ফোনের ভাষা পরিবর্তন করতে হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Indian Languages on Whatsapp: ভারতে প্রায় ৩৯০ মিলিয়নের বেশি জনতা মেটার (Meta) নিজস্ব মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp ব্যবহার করে। অ্যান্ড্রয়েড (Android) ইউজাররা WhatsApp-এ প্রায় ৬০টি ভাষা এবং আইওএস (iOS) ইউজাররা WhatsApp-এ প্রায় ৪০টি ভাষা ব্যবহার করতে পারে। এর মধ্যে প্রায় ১১টি ভারতীয় ভাষা রয়েছে (Indian Languages on Whatsapp)। এর ফলে WhatsApp-এ ভারতীয় ভাষা ব্যবহার করার জন্য প্রথমেই নিজেদের ফোনের ভাষা পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে ইউজাররা যে ভারতীয় ভাষায় WhatsApp ব্যবহার করতে চান, সেই ভাষায় ফোনের (Indian Languages on Whatsapp) সেটিংস পরিবর্তন করতে হবে। সুতরাং সবার প্রথমে ফোনের সেটিংস পরিবর্তন করতে হবে সেই ভাষায়। এক নজরে দেখে নেওয়া যাক WhatsApp-এ ভাষা পরিবর্তন করার উপায়।
advertisement

স্টেপ ১ - সবার প্রথমেই যেতে হবে নিজেদের ফোনের সেটিংস (Settings) অপশনে। এরপর সেখান থেকে বেছে নিতে হবে সিস্টেম (System) অপশন। এরপর সেখান থেকে ক্লিক করতে হবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট (Languages & Input) অপশনে।

আরও পড়ুন - ড্রাইভিং লাইসেন্স হারিয়ে ফেলেছেন? ঘরে বসেই পাবেন ডুপ্লিকেট, জেনে নিন পদ্ধতি

advertisement

স্টেপ ২ - এরপর সিলেক্ট করতে হবে ভার্চুয়াল কিবোর্ড এবং বেছে নিতে হবে নিজেদের পছন্দ অনুযায়ী কিবোর্ড। এক্ষেত্রে গুগল প্লে স্টোরেই পাওয়া যাবে জি বোর্ড (G Board) এবং অন্যান্য কি-বোর্ড।

স্টেপ ৩ - এরপর ওপেন করতে হবে WhatsApp। সেখানে গিয়ে কিবোর্ড ওপেন করে নিজেদের পছন্দ অনুযায়ী ভারতীয় ভাষা বেছে নিতে হবে।

advertisement

WhatsApp-এ ভারতীয় ভাষা ব্যবহার করার উপায় -

স্টেপ ১ - WhatsApp এ ভারতীয় ভাষা ব্যবহার করার জন্য সবার প্রথমেই ওপেন করতে হবে প্লে স্টোর। এরপর নিজেদের পছন্দের ভারতীয় ভাষা অনুযায়ী (Indian Languages on Whatsapp) কিবোর্ড ডাউনলোড করে নিতে হবে। এক্ষেত্রে দেখে নিতে হবে যে ইউজার ভাষায় WhatsApp ব্যবহার করতে চান সেই কিবোর্ডে সেই ভাষা টাইপ করা যাচ্ছে কি না। এটা দেখে নিয়ে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে সেই কিবোর্ড।

advertisement

আরও পড়ুন - আপনি কি মাইক্রোসফট টিমস চ্যাট ব্যবহার করেন? সাবধান! হ্যাক হয়ে যেতে পারে আপনার ফোন

স্টেপ ২ - এরপর সেই কিবোর্ড ডাউনলোড করার পরে একটি কনফিগারেশন পপ-আপ পাওয়া যাবে। সেই সময় কি-বোর্ডের ফুল অ্যাকসেস নিয়ে রাখতে হবে। এর জন্য প্রয়োজনীয় অনুমতি দিয়ে রাখার দরকার আছে।

advertisement

স্টেপ ৩ - এরপর WhatsApp ওপেন করে নিজেদের পছন্দ অনুযায়ী ভারতীয় ভাষা ব্যাহার করতে হবে সেই কি-বোর্ডের মাধ্যমে।

সেরা ভিডিও

আরও দেখুন
কটুক্তি 'চুলোয় যাক'! লক্ষ্য স্থির রেখে সফল তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী
আরও দেখুন

এই দুই পদ্ধতি ছাড়াও WhatsApp-এ ভারতীয় ভাষা ব্যবহার করার জন্য অন্য আরেকটি উপায় রয়েছে। সেটি হল গুগল ট্রান্সলেট অ্যাপের (Google Translate) মাধ্যমে WhatsApp-এ ভারতীয় ভাষা (Indian Languages on Whatsapp) ব্যবহার করা। এর জন্য প্রথমেই ডাউনলোড করতে হবে গুগল ট্রান্সলেট অ্যাপ। সেটি ওপেন করে খুলতে হবে মেনু (Menu) অপশন, এরপর যেতে হবে সেটিংস (Settings) অপশনে, সেখান থেকে ওপেন করতে হবে ট্রান্সলেট (Translate)। এভাবে ট্রান্সলেটর অ্যাপের মাধ্যমে WhatsApp-এ নিজেদের পছন্দ অনুযায়ী ভারতীয় ভাষা ব্যবহার করা সম্ভব।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Indian Languages on Whatsapp: ইংরেজি না-পসন্দ? এক নজরে দেখে নিন WhatsApp-এ ভারতীয় ভাষা ব্যবহার করার উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল